𒆙 সেই দেবী চৌধুরানী ধারাবাহিকের সময় থেকেই তিনি বারংবার তাঁর অভিনয় দিয়ে নজর কেড়েছেন দর্শকদের। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহতে। কিন্তু এ কী! তার মাঝেই হাসপাতালে ভর্তি অভিনেত্রী? সেখান থেকে ভিডিয়ো পোস্ট করে কী লিখলেন সোনমণি?
আরও পড়ুন: 👍স্ত্রী ২ থেকে অ্যানিম্যাল, জওয়ান সবাইকে ছাপিয়ে এগিয়ে গেল ছাবা! ১৯ তম দিনে কত আয় করল ভিকির ছবি?
কী হয়েছে সোনামণি সাহার?
🔯এদিন ইনস্টাগ্রামে সোনামণি সাহা একটি ভিডিয়ো পোস্ট করেন ইনস্টাগ্রামে সেখানে দেখা যাচ্ছে তিনি হাসপাতালের বিছানায় শোয়া। তাঁর পরনে গোলাপি রঙের হাসপাতালের পোশাক। মাথায় বাঁধা ব্যান্ডেজ, নাকে লাগানো অক্সিজেনের নল। কিন্তু এ কী! কষ্ট পাওয়ার বদলে হাসছেন তিনি। শুধু তাই নয়, ভিডিয়ো করে আশপাশটাও দেখাচ্ছেন! ভাবছেন কী হয়েছে? যা ঘটেছে সবটাই ধারাবাহিকের সেটে।
🦩হ্যাঁ, শুভ বিবাহ ধারাবাহিকের একটি দৃশ্যের শ্যুটিং চলছিল। সেখান থেকেই BTS ঝলক পোস্ট করেছেন সোনামণি সাহা। তিনি হাসপাতালে ভর্তি এমন একটি দৃশ্যের শ্যুটিং চলছিল। এই ভিডিয়োতে দেখা যাচ্ছে তিনি হাসপাতালের বিছানায় শুয়ে আর তাঁকে ঘরের বাইরে থেকে কাচে মুখ লাগিয়ে ভ্যাঙাচ্ছে তাঁর সহকর্মীরা।
🦩এই ভিডিয়ো পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'হসপিটালেকেও ভর্তি থাকলে তাকে দেখতে এসে মানুষ এরম করতে পারে?' সঙ্গে হ্যাশট্যাগ ব্যবহার করে শুভ বিবাহ লেখেন। তাতেই বোঝা যায় যে সবটাই নিছক মজা।
কে কী বলছেন?
ꦏঅনেকেই অভিনেত্রীর এই মজার পোস্টে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'হসপিটালে বেডে শুয়েও কাউকে এতটা মিষ্টি দেখতে লাগে?' আরেকজন লেখেন, 'কী অবস্থা!' কেউ আবার লেখেন, 'বন্ধুরা হয়ই এমন।'
আরও পড়ুন:💧 সা রে গা মা পা শেষ হতেই নতুন শুরুর ঘোষণা ফার্স্ট রানার আপ ময়ূরীর! এবার কোথায় শোনা যাবে তাঁর গান?
আরও পড়ুন: 🐠শুরুর আগেই অনির্দিষ্টকালের জন্য থমকে গেল অ্যাটলি - সলমন জুটির কাজ! কেন?
শুভ বিবাহ ধারাবাহিক প্রসঙ্গে
🗹এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় সোনামণি সাহার সঙ্গে হানি বাফনাকে দেখা যাচ্ছে। এই ধারাবাহিকটি প্রতিদিন স্টার জলসার পর্দায় রাত সাড়ে ১০ টা থেকে দেখা যায়।