সুবানের সঙ্গে বিয়ে ভাঙার পর ফের প্রেমে পড়েছিলেন তিয়াসা। প্রকাশ্যে জানিয়েছিলেন প্রেমিকও ইন্ডাস্ট্রিরই অংশ ত♕বে নাম বলেননি। পরিচিত মহলে অজানা ছিল না সোহেল দত্তর সঙ্গে তিয়াসার প্রেমের গল্প, তবে দীর্ঘস্থায়ী হয়নি সম্পর্ক। পুজোর আগেই ভেঙেছে প্রেম। তিয়াসা আপতত মজে ‘ব্রেকআপ সং’-এ। অন্যཧদিকে কাছের মানুষদের নিয়ে জন্মদিন উদযাপন করেছন সোহেল।
মাস কয়েক আগে জাঁক করে তিয়াসার জন্মদিনের পার্টি অ্যারেঞ্জ করেছিলেন সোহেল, অথচ তাঁর জন্মদিনে শহরের বাইরে তিয়াসা। কিন্তু সৌমিতৃষাকে পাশে নিয়ে কেক কাটতে দেখা গিয়েছে সোহেলকে। তারপরই ন🅰তুন ফিসফিসানি নেটপাড়ায়। সোহেল-সৌমিতৃষার বন্ধুত্ব নিয়ে গসিপ ছড়াতেই ফুঁসে উঠলেন মিঠাইরানি।
সোহেল দত্তর সঙ্গে নিজের প্রেমচর্চায় খানিক বিরক্ত এবং অবাক সৌমিতৃষা। এইসময় ডিজিট্যালকে তিনি জানিয়েছেন এই রটনা একদম ভুয়ো এবং ভিত্তিহীন। 🥂নিজেকে পরিবারকেন্দ্রিক মানুষ বলে সৌমিতৃষা জানান, পার্টি বা অনুষ্ঠানে যাওয়া মোটেই পছন্দ নয় তাঁর। কিন্তু বন্ধুবান্ধবদের জন্মদিনে তো হাজির হওয়ায়ই যায়। এই নিয়ে লোকের কথায় কান দিতে না-রাজ তিনি। আক্ষেপের সুরে বলেন, ‘কাউকেই তো বাদ রাখল না’। প্রসঙ্গত, এর আগে মিঠাই কো-স্টার আদৃত রায়ের সঙ🔥্গে বারবার নাম জড়ানো হয়েছে সৌমিতৃষার। যদিও প্রথম থেকেই সৌমিতৃষা স্পষ্ট জানিয়েছিলেন, তিনি ও আদৃত ভালো বন্ধু মাত্র। পরে অবশ্য দুজনের মধ্যে ঝামেলার খবরও সামনে এসেছিল। শোনা যায়, সেটে মুখ দেখাদেখি বন্ধ ছিল দুজনের। তবে মিঠাই এখন অতীত।
ইতিমধ্যেই ছোটপর্দার গণ্ডি ছাড়িয়ে রুপোলি পর্দায়🍨 পা রেখেছেন সৌমিতৃষা। দেবের ক্রিসমাস রিলিজ ‘প্রধান’-এ দেখা মিলেছে তাঁর। দেবের স্ত্রী রুমির ভূমিকায় নজর কেড়েছেন মিঠাไইরানি।
প্রসঙ্গত, গত শুক্রব🔥ার ছিল সোহেলের জন্মদিন। সোশ্যালে সোহেলের জন্য আদুরে শুভেচ্ছা পোস্ট ‘মিঠাই’ সৌমিতৃষার। জন্মদিনের পার্টিতে হাজির হননি সৌমিতৃষা। তবে একান্তে সেলিব্রেট করলেন জন্মদিনের আনন্দ। ছবিতে সাদা-কালো প্যান্ট স্যুটে পাওয়া গেল সৌমিতৃষাকে। সাদা টিশার্ট আর কালো প্যান্টে ক্যাজুয়াল উইন্টার লুকে বার্থ ডে বয়। সৌমিতৃষা সোহেলের উদ্দেশে লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা, ভগবান তোমার মঙ্গল করুক’।
ওদিকে সোহেলের জন্মদিনের কয়েকঘন্টা বাদেই ইনস্টাগ্রামে ‘ব্রেকআপ সং’-এ রিল ভিডিয়ো পোস্ট করলেন তিয়াসা। গোটাটাই কি 🦹নেহাত কাকতালীয়? ব্যাপারটা ন🐷িয়ে দুয়ে দুয়ে চার করছেন অনেকেই। সেই নিয়েই নিজের অবস্থান স্পষ্ট করলেন সৌমিতৃষা।
একটা সময় শিশুশিল্পী হিসাবে বাংলা টেলিভিশনে চুটিয়ে কাজ করেছেন সোহেল। বউ কথা কও, তারে আমি চোখে দেখি❀নি-র মতো হিট মেগার অংশ 𒆙থেকেছেন সোহেল। এখন অবশ্য সেভাবে অভিনয়ের জগতে দেখা যায় না তাঁকে। ‘ক্লাসরুম’ নামের একটি ছবিতেও লিড হিরো হিসাবে দেখা গিয়েছে সোহেলকে। শেষ ‘শ্রীময়ী’ সিরিয়ালে রোহিত সেনের বোনপো হিসাবে দেখা গিয়েছিল তাঁকে। সোহেল রাজনীতির মঞ্চেরও পরিচিত মুখ। সেই সূত্রেই নাকি আলাপ তিয়াসা-সোহেলের। সৌমিতৃষা-সোহেলের বন্ধুত্বের শিকড় কতটা গভীর? সেই প্রশ্নের জবাব খুঁজতে ব্যস্ত সকলে।