এই মুহূর♚্তে বাংলা টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় নায়িকা সৌমিতৃষা কুণ্ডু, এমনটা বললে মোটেই ব🌊াড়িয়ে বলা হবে না। সৌমিতৃষার মিষ্টি হাসি আর দুর্দান্ত অভিনয়ে মুগ্ধ আট থেকে আশি। কথায় বলে ‘যে রাঁধে সে চুলও বাঁধে’। অভিনয়ের পাশাপাশি মিঠাইরানির আরও একটা গুণ রয়েছে দুর্দান্ত নাচতে পারে সে। কিন্তু মিঠাই গাওয়া গানও বেশ জমজমাট। এমনিতে উচ্চেবাবুর মতো পেশাদার গায়িকা নয় সে, কিন্তু দর্শকদের বিনোদনের রসদ পৌঁছে দিতে গান গাইবার চ্যালেঞ্জ নিয়েও পিছপা হয় না।
শীতকালে শহরতলি বা গ্রাম বাংলায় টলিউড এবং টেলিপাড়ার তারকাদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে, সাধারণ কথায় যেগুলোকে ‘মাচা’ বলা হয়। গত বছর শীতে তেমনই এক অনুষ্ঠানে গোলাপি শাড়িতে হাজির ছিলেন উচ্ছেবাবুর তুফান মেল। সোনালি পাড় দেওয়া সিল্কের গোলাপি শাড়িতে মোহময়ী সৌমিতৃষা। গলায় জ়ড়োয়া হার, কানে ঝোলা দুলে ভারী সুন্দর লাগছে অভিনেত্রীকে। সবার অনুরোধে সেখানে ‘কলকাতার রসগোল্লা’ গানটি গাইলেন সৌমিতৃষা। ‘রক্তে লেখা’ ছবির এই গানে ‘সর্বজয়া’ দেবশ্রীর পারফরম্যান্স আজও কেউ ভুলতে পারেনি। কবিতা কৃষ্ণমূর্তির গাওয়া সেই গানই স্টেজে গাইলেন সৌমিতৃষা।𝓰 তবে আগেভাগেই তিনি বলে দেন, ‘পেশাদার গায়িকা নই কিন্তু, একটু ভুলভ্রান্তি হলে সবাই ক্ষমা করে দেবেন… গান একদমই করি না, ওই বাথরুম সিঙ্গার’।
গানের পাশাপাশি মিঠাই ধারাবাহিকের🧔 বেশকিছু জনপ্রিয় ডায়লগও বলে শোনান সৌমিতৃষা। বিশেষত মঞ্চে উচ্ছেবাবুকে নকল করে দেখায় সে, হাততালিতে ভরিয়ে দেয় সবাই। পর্দার মিঠাই'কে চাক্ষুস দেখবার সুযোগ পেয়ে বেজায় খুশি ভক্তরা। আꦓর ফ্যানেদের মনোরঞ্জনে খামতি রাখলেন না সৌমিতৃষাও।