এদিন সৃজিত মুখোপাধ্🐓যায় তাঁর মেয়ের একটি আঁকা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেখানে দেখা🐻 যাচ্ছে সেই খুদে রং কাগজের মাধ্যমে বাংলাদেশের কোটা আন্দোলনের ভয়াবহতাকে ফুটিয়ে তুলেছে। এই ছবিটি পোস্ট করে কী লিখলেন সৃজিত?
কী পোস্ট করলেন সৃজিত?
এদিন সন্ধ্যায় ফেসবুকের পাতায় সৃজিত মুখোপাধ্যায় একটি ছবি পোস্ট করেন যেটা তাঁর এবং মিথিলার মেয়ে এঁকেছে। সেখানে দেখা যাচ্ছে মাটিতে অনেক লাশ পড়ে রয়েছে। আর তাদের ঘিরে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে অনেকে। সেখানে কোথাও লেখা, 'আমরা স্বাধীনতা চাই', কোথাও লেখা, 'ন্যায় বিচার চাই', কোথাও আবার লেখা, 'মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ কর🔯ি...'
এক ছবিটি শেয়ার করে সৃজিত সেটার ক্যাপশনে লেখেন, 'আমার ছোট্ট রাজকুমারী যে ছবি আঁকতে পারত স༺েটার সব থেকে জরুরি ছবিটি বোধহয় ও এঁকে ফেলেছে। আর জন্য গর্বিত। রাফিয়াত রশিদ মিথিলার জন্য গর্বিত, তাহসানের জন্য গর্বিত,...'। তিনি আরও জানান বাংলাদেশের ওই গ্রামটি তাঁদের মেয়েকে সত্যওিই মানুষের মতো মানুষ করে তুলেছে।
মেয়ের এই কাজে তিনি যে মুগ্ধ হয়েছেন সেটা বলার অপে🦹ক্ষা রাখে না। অনেকেই সৃজিতের এই পোস্টে তাঁর মেয়ের আঁকার প্রশংসা করেছেন।
সৃজিতের আগামী কাজ
সৃজিতের 𒆙প🉐রিচালনায় আসছে নতুন হিন্দি ওয়েব সিরিজ। এটি শার্লক হোমসের অনুপ্রেরণায় বানানো হয়েছে, নাম শেখর হোমস। প্রেক্ষাপট কলকাতা। এদিন সেই সিরিজের প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। অভিনয়ে আছেন কেকে মেনন, রণবীর শোরে, প্রমুখ।
সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত টেক্কা মুক্তি পাবে পুজোয়। তার শ্যুটিং হয়ে গিয়েছে। তিনি সদ্যই শেষ করলেন সত্যি বলে সত্যি কিছু নেইয়ের শ্যুটিং। এটি এক রুকা হুয়া ফয়সালা নাটকের উপর ভিত্তি করে বানানো হয়েছে। এছাড়া ভূস্বর্গ ভয়ঙ্কর🌳 সিরিজের শ্যুটিংও হয়ে গিয়েছে, এটি হইচইতে আসবে।