মে মাসেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী-সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়ের মা। এরপর সুস্থ হয়ে বাড়িও ফেরেন ♏দীপালি মুখোপাধ্যায়। কিন্তু মাস কয়েক যেতে না যেতেই ঘোর বিপদ নেমে এল ‘রান্নাঘরের রানি’র জীবনে। ম্যাসিভ সেরিব্রাল অ্যাট𒅌াক হয়েছে তাঁর মায়ের। এই মুহূর্তে বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন দীপালি দেবী।
এক সাক্ষাৎকারে সুদীপা জানান, রবিবার ছেলে আদিদেবের সঙ্গে খেলছিলেন ত🍎াঁর মা। নাতির সঙ্গে খুনসুটিতে মেতে থাকাকালীౠনই হঠাৎ করে সেরিব্র্যাল অ্যাটাক হয় অভিনেত্রীর মায়ের। টিভিনাইন বাংলাকে সুদীপা জানান,'হঠাৎ করেই দেখি দু’জনের কোনও সাড়াশব্দ নেই। সন্দেহ হতেই আমি ঘরে গিয়ে দেখি, মা পড়ে আছেন। মুখ কেমন বেঁকে যাচ্ছে। আদি সামনে দাঁড়িয়ে আমাকে বলছে, ‘মা দিদুন আমার সঙ্গে কথা বলছে না, রাগ করেছে’।'
সময় নষ্ট করেননি সুদীপা। সঙ্গে সঙ্গে গাড়ি করে মা-কে নিয়ে ছোটেন হাসপাতালে। চিকিৎসকরা এই মুহ🎃ূর্তে আইসিইউ-তে রেখেছেন দীপালি দেবী-কে। ভেন্টিলেশনে নেই তিনি। মায়ের অসুস্থতার জেরে মানসিকভাবে ভেঙে পড়েছেন সুদীপা। জানিয়েছেন, তাঁর মায়ের বাঁ দিক প্যারালাইসিস হয়ে গিয়েছে। সকলের কাছে তাঁর কাতর আর্জি, ‘একটু প্রার্থনা করুন মায়ের জন্য…সমানে ঠাকুর ডাকছি। মা-কে একটু ভালো🙈 করে দাও’।
সুদীপার সবটাই মা-কে ঘিরে। তাঁর অসুস্থতার জেরে দিশেহারা অবস্থা অভিনেত্রীর। ডায়াবেটিসের সমস্যা রয়েছে তাঁর মায়ের, রীতꦛিমতো উদ্বিগ্ন সুদীপা।
চলতি বছর মাতৃদিবসে মা-কে নিয়ে আবেগঘন পোস্ট করেছিলেন সুদীপা। তিনি লিখেছিলেন- ‘জীবনের প্রথম পাওয়া উপহার- ‘মা’। জীবনের প্রথম ডাক- ‘মা’। সব পথ যখন থমকে দাঁড়ায়,তখন দুহাত পেতে আগলে রাখে- ‘মা’। জীবনের সবচেয়𒉰ে সেরা আনন্দ- মার মুখ🏅ে দেখতে পাওয়া হাসি। তাই,যদি একটা দিনে- তাঁকে একটু বিশেষ করে আদর-যত্ন করা যায়,তাতে ক্ষতি কি?’
সঙ্গে অভিনেত্রী জানিয়েছিলেন, ‘আমার মা- আমার দেখা,পৃথিবীর♔ সবচেয়ে সরল মনের মানুষ। তোমার মতো হতে পারবো না কেউ। তাই,তোমাকে বারবার কুর্নিশ জানালেও- তা কমই হয়। বেঁচে থাকো মা’। এই পোস্টের কয়েকঘন্টার মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন দীপালি দেবী। সে-বারের মতো এবার যুদ্ধ জিতে ফিরে আসবেন তিনি, প্রার্থনা সকলের।