সম্প্রতি মাথায় হিজাব পরে মৌলানার সঙ্গে দেখা করার ছবি ভাইরাল হতেই চরম কটাক্ষের মুখে পড়েছ♊েন স্বরা ভাস্♐কর। এদিন স্বামী ফাহাদ আহমেদের হয়ে মহারাষ্ট্রের নির্বাচনী প্রচারে বেরিয়ে জবাবে কী বললেন অভিনেত্রী?
কী ঘটেছে?
স্বরা ভাস্কর বরাবরই বিজেপি বিরোধী। মাঝে মধ্যেই তাঁকে কেন্দ্রীয় সরকারকে একহাত নিতে দেখা যায়। এদিন ফাহাদ আহমেদের হয়ে প্রচারে বেরিয়ে আবা🍌রও তিনি সু♓র চড়ালেন মোদীর সরকার এবং দলের বিরুদ্ধে। একই সঙ্গে সম্প্রতি হিজাব পরে মৌলানার সঙ্গে দেখা করা নিয়ে যে বিতর্ক ছড়িয়েছে সেটারও জবাব দেন।
এতদিন সকলেই জানতেন স্বরা একেবারেই গোড়া নন। বরং পুরুষতান্ত্রিকতা, ধার্মিক বিষয়কে কটাক্ষ করেছেন। সেখানে তাঁর এই রূপ দেখে অনেকেই অবাক হয়েছেন। ফলে কটাক্ষের শিকার হতেই মুখ খুললেন অভিনেত্রী। বললেন, 'এটা সত্য যে আমি হিন্দু পরিবারে জন্মেছি, বড় হয়েছি। এটা সত্য যে আমি একজন মুসলিমকে🔥 বিয়ে করেছি। কিন্তু আমি এটা পরিষ্কার করে দিতে চায় যে কোন ধর্ম বা জাতের আপনি সেটা কখনই বাধা হয়ে দাঁড়াতে পারে না নবী মহম্মদকে সম্মান জানানোর জন্য।'
স্বরা এদিন একই সঙ্গে বিজেপিকেও একহাত নেন। বলেন, 'যাঁরা বারবার আমার এবং আমার স্বামীর বিশꦍ্বাস, ধর্ম নিয়ে প্রশ্ন তুলছেন তাঁদের জিজ্ঞেস করতে চাই আপনাদের সেই বিশ্বাস, ধর্ম কোথায় ছিল যখন অনিল রাঠোর নীতেশ রানের জন্য এখানে একটা মিটিংয়ের আয়োজন করে আর আপনাদের নবীকে অসম্মান করেছিল। আপনাদের বিশ্বাস তখন কোথায়ཧ ছিল যখন বিলকিস বানোর ধর্ষণকারীদের বিজেপি নেতারা মালা পরিয়ে বরণ করেছিল?'
তাঁর বলা এই কথা নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মি💯ডিয়ায়। প্রসঙ্গত স🌼্বরা আহমেদ ২০২৩ সালে ফাহাদ খানকে বিয়ে করেন। এই বছর মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে মুম্বইয়ের অনুশক্তি নগর থেকে এনসিপি এসপি দলের হয়ে লড়ছেন ফাহাদ।