বাংলা নিউজ > বায়োস্কোপ > Uorfi Javed: ‘কাউকে ভুল প্রমাণ করতে এত নিচে নামতে হবে?’ ২ মহিলা কুস্তিগিরের ভুয়ো ছবিতে চটলেন উরফি
পোশাক, ফ্যাশানের কারণে নিত্যদিনই আলোচনায় থাকেন উরফি জাভেদ। তবে এবার গুরু গম্ভীর কারণে চর্চায় উঠে এলেন উরফি। রবিবার দিল্লির নয়া সংসদভবনের সামনে আন্দোলনে অংশ নেওয়া দুই মহিলা কুস্তিগির সঙ🥀্গীতা ও ভিনেশ ভোগাটের ‘ফেক ছবি’ ছড়িয়ে দেওয়ার অভিযোগ ঘিরে সরব হয়েছেন উরফি।
ঠিক কী লিখেছেন উরফি?
🅘 উরফি লেখেন, 'কেন লোকজন ওদের মিথ্যা প্রমাণ করতে এইভাবে ফটো এডিট করে! কাউকে ভুল প্রমাণ ক🎃রার জন্য এত নিচে নামতে হবে! কীভাবে পুলিশ সংসদভবনের সামনে থেকে মহিলা কুস্তিগিরদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেই ভিডিয়োও পোস্ট করেছেন উরফি।
আরও পড়ুন-ইসলামের টানে অভিনয় ছেড়েছেন, জায়রা বলছেন বিয়েবাড়িতে গেলেও তিনি এখন নিকাব পরেই 🍨খান!
আরও পড়ুন-আবুধাবিতে জয়া আহসান, বলিউডের বিজয়েরౠ সঙ্গে একান্তে পড়লেন ধরা! ব্যাপার কী?