ꦡ কোনও প্রচার নেই, নেই বড় কোনও নাম বা বিপুল বাজেট। তবুও কেবল মাত্র সিনেমার নিজের গুণে, গল্পের জোর এবং অভিনেতাদের অভিনয়ে বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছে এই ছবি। এবার জানা গেল ইন্ডিপেন্ডেন্ট নমিনেশন বিভাগে এই ছবিটিকে জমা দেওয়া হয়েছে। আর এই খবর নিজেই এই ছবির মুখ্য অভিনেতা বিক্রান্ত মাসে জানিয়েছেন। সাহিত্য আজতক ২০২৩ এ এসে বিক্রান্ত এই কথা জানিয়েছেন।
♋সাহিত্য আজতকে এসে বিক্রান্ত মাসে তাঁর স্ট্রাগল পিরিয়ডের কথা তুলে ধরেন। জানান তিনি কতটা লড়াই করে এই জায়গায় এসে পৌঁছেছেন। ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে জানান মাত্র ১৫ বছর বয়স থেকেই তাঁর ফিল্মের কেরিয়ার শুরু হয় কারণ তখন তাঁর খুব কাজের প্রয়োজন ছিল। অভিনেতা চাননি তাঁর বাবা তাঁর পড়াশোনার খরচ বহন করুন।
টুয়েলভথ ফেল প্রসঙ্গে বিক্রান্ত
๊বিক্রান্ত মাসেকে শেষবার টুয়েলভথ ফেল ছবিতে দেখা গিয়েছিল। বক্স অফিসে বিপুল সাফল্য পেয়েছে এই ছবি। একই সঙ্গে দর্শকদের তরফে দারুণ প্রশংসা পেয়েছে টুয়েলভথ ফেল। তিনি এই ছবির সাফল্যের বিষয়ে বলেন, 'আমার মনটা ভরে যাচ্ছিল। এর থেকে বেশি আমি আর কী চাইব। দর্শকরা যখন ছবিটি দেখে বেরিয়ে সেটার প্রশংসা করছিল সেটা শুনে খুব ভালো লাগছিল। ওঁরা সবাই ছবিটা বানানোর জন্য আমাদের ধন্যবাদ জানাচ্ছিলেন।'
আরও পড়ুন: 𒉰৪০০ কোটির ক্লাবে প্রবেশ টাইগার ৩-এর, ১৩ দিনে বিশ্বজুড়ে কত আয় করল সলমনের ছবি?
আরও পড়ুন: 🎐ঋষি কৌশিকের চোখে ডুবে এক তরুণী, চিনতে পারলেন টলিউডের অভিনেত্রীকে?
🀅তিনি আরও বলেন, 'কেবল আমার জন্য ছবিটা ভালো পারফর্ম করেনি। ছবি সমস্ত কলাকুশলীদের জন্যই এটা ভালো পারফর্ম করেছেন। আমার থেকে ছবির গল্প অনেক বড়। আমি যদি বলি এই ছবিতে একমাত্র নামকরা আমি সেটা অত্যন্ত বোকামো হবে।'
টুয়েলভথ ফেল প্রসঙ্গে
ಞএই ছবিটিকে এবার অস্কারের জন্য পাঠানো হয়েছে। ছবিতে বিক্রান্ত মাসের পাশাপাশি মেধা শঙ্কর, সঞ্জয় বিষ্ণয়, প্রমুখকে দেখা গিয়েছে। এই ছবিটি তৈরি করা হয়েছে অনুরাগ পাঠকের গল্পের বইয়ের ভিত্তি। তাঁর লেখা এই বইটি অন্যতম সেরা বিক্রিত বই যেখানে আইপিএস অফিসার মনোজ কুমার শর্মা এবং আইআরএস অফিসার শ্রদ্ধা যোশীর গল্প বলা হয়েছে।