ফ্রিয়ের দিন এবার ফুরোল বলে। জিও সিনেমাতে বিনামূল্যে চুটিয়ে আইপিএল দেখানোর পরেই সংস্থা নিয়ে এল অভিনব সংবাদ। যা শুনে ভ্যাবা🍬চ্যাকা খেতে পারেন অনেক জিও ইউজার। কী সেই সংবাদ? এবার থেকে পয়সা দিতে হবে জিও সিনেমার কন্টেন্ট দেখতে হলে। আর বিনামূল্যে মন মতো শো দেখার সুযোগ দেবে না এই অ্যাপ। আইপিএল-এর মাঝেই সংস্থার তরফে সংবাদমাধ্যমকে এমনটা জানানো হয়।
আরও পড়ুন: বিকেলে হাঁটলে আদৌ কোনও উপকার আছে নাকি? লিস্টি জানলে হয়তো আপনিও হাঁটবেন রোজ
আরও পড়ুন: রোজকার ৫ অভ্যাসেই শরীর খারাপ হয় ঘন ঘন, আপনারও আছে নাকি এই সমস্যা
আইপিএল মরশুমে রোজই দর্শক সংখ্যা এক একটা নতুন শিখর ছুঁয়ে যাচ্ছে এই অ্যাপ। তার মধ্যেই দর্শকদের চমকে দিয়ে এমন ঘোষণা করল আম্বানীর সংস্থা। দেশের টেলিকম জায়ান্টের এহেন পদক্ষেপকে অনেকেই বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। এরপর থেকে ফ্রি শো উঠে গিয়ে কত টাকার মূল্য চাইবে সংস্থা, সে নিয়েও জল্পনা তুঙ্গে উঠেছে।সংস্থার প্রেসিডেন্ট জ্যোতি দেশপান্ডে সংবাদমাধ্যমকে জানিয়েছেন বলেন, জিও সিনেমাতে কন্টেন্ট দেখানোর জন্য এবার থেক🌠ে সাবস্ক্রিপশন প্ল্যান বেছে নিতে বলা হবে গ্ৰাহকদের। তবে কত টাকা থেকে সে 🦄প্ল্যান শুরু, তা এখনও ঠিক হয়নি। প্রেসিডেন্টের কথায়, গ্ৰাহকদের সুবিধা করে দিতে সহজ সরল সাবস্ক্রিপশন প্ল্যানের অপশন দেওয়া হবে।
আরও পড়ুন: দুপুরে প্রেমিকার সঙ্গে এই কাজ করলেই নাকি স্ট্রোকের আশঙ্কা, কেন বলছেন বিশেষজ্ঞরা
আরও পড়ুন: একটাই ব্যাকটেরিয়া, CO2 থেকে বানিয়ে দেবে ভালো প্লাস্টিক! তাক লাগাল নয়া আবিষ্কার
নেটফ্লিক্স, আমাজন প্রাইমের মতো বিভিন্ন ভিডিয়ো কন্টেন্টের সাইটগুলি আগে থেকেই সাবস্ক্রিপশন ফি নিত। একটি নির্দিষ্টি অর্থের বিনিময়ে গ্ৰাহকদের সিনেমা থেকে বিভিন্ন ওয়েব সিরিজ দেখার সুযোগ করে দিত তারা। কিন্তু জিও সে পথে হাঁটেনি। জিও অ্যাপগুলি গ্ৰাহকদের জন্য বিনামূল্যে চালু রয়েছে এখনও। এমনকী গানের অ্যপ জিও ✅সাভনের জন্যও কোনও পয়সা নেয় না সংস্থা। তবে এত সুখের দিন এবার গেল বলে। অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে পাল্লা দিতে তোড়জোড় করছে মুকেশ আম্বানির ধনধনাধন জিও। আর সেই লক্ষেই পথম পদক্ষেপের কথা ভেবে ফেলেছে তার সংস্থা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক