১। দুই বাদুড় ঝুলে ছিল মাথা নিচের দিক🌳ে দিয়ে, যেমন করে তারা থাকে। তারা তাকিয়ে ছিল কয়েক জন লোকের দিকে।
এক বাদুড় জিজ্ঞেস করল আর এক বাদুড়কে: আচ্ছা, কখনও ভেবে দেখেছ, এই যে লোকজন এতটা সময় ধরে পা নিচের দিকে দিয়ে রাখে, তাদের পায়ে রক্ত জমে যায় 🌟না কেন?
(আরও পড়ুন: সপ্তাহ শেষের মুখে, পড়ে নিন ༒দিনে𓃲র সেরা ৫ জোকস, উইকেন্ডের মজা আর একটু বাড়ুক)
২। বাড়ির ছোট্ট মেয়েটার সঙ্গে খাতির জমানোর চেষ্টা করছেন♕ অতিথি।
অতিথি: বাবু, তুমি কোন ক্লাসে পড়ো?
ছোট্ট মেয়ে: ক্লাস ওয়ানে।
অতিথি: বাহ্! পাঁচটি ফুলের নাম বলো তো দেখি।
ছোট্ট মেয়ে: দুটি গোলাপ, তিনটি জবা!
(আরও পড়ুন: মঙ্গলবারে মঙ্গল হোক! মন থাকুক ভালো, প🅠ড়ে নিন দিনের সেরা ৫ জোকস)
৩। দুই বন্ধুতে গল্প হচ্ছে।
প্রথম বন্ধু: বল তো, হেলিকপ♚্টারের মাথার ওপর এ𒈔কটা বিশাল পাখা থাকে কেন?
দ্বিতীয় বন্ধু: কেন?
প্রথম বন্ধু𓂃: হেলিকপ্টার চালানোর সময় পাইলটের যেন গরম▨ না লাগে, সে জন্য।
দ্বিতীয় বন্ধু: যাহ্।
প্রথম বন্ধু: হুমম্! বিশ্বাস না হলে তুই হেলিকপ্টার চালানোর সময় পাখাটা বন্ধ করে দিয়ে দেখিস, বেচারা কেমဣন ঘামতে ♑থাকে!
(আরও পড়ুন: বাপ রে বাপ! গরমে টেকা দায়, তার 🤡মধ্যেও হাসি যেন না থামে, পড়ে নিন দিনের সে🅠রা ৫ জোকস)
৪। –পরের জন্মে তুই কী হবি?
—তোশক। তা হলে সারা জীবন শুয়ে কাটানো যাবে।
(আরও পড়ুন: মাসের প্রথম দিন হাসত🌺েই হবে, পড়ে নিন দিনের♛ সেরা ৫ জোকস, আর হাসুন প্রাণভরে)
৫। পলটুর কাছ থেকে টাকা ধার করেছিল বিলটু। দিন যায় মাস যায়, বিলটু তো আর টাকা ফেরত দেয় না। একদিন পাওনা টাকা ফেরত চেয়ে বিলটুর কাছে চিঠি পাঠাল🧸𝓡 পলটু।
বেশ কয়েক দিন বাদে এল উত্তর।
বন্ধু পলটু, কেমন আছো? অনেক দিন তোমার দেখা নেই। তোমার চিঠি পেয়েছি। আমি অত্যন্ত দুঃখিত, এত দিন তোমা💞র টাকাটা দিতে পারিনি বলে। আজ চিঠির সঙ্গে টাকা পাঠিয়ে দিলাম। ইতি বিলটু।