চিনাদের ব্যাঙ্ক ভাজা স্পেশ্যাল পিৎজা খাওয়াচ্ছে চিনের প🐻িৎজা হাট। এতদিন নেটিজেনরা মনে করতেন, পিৎজা তে আনারস🌃 ব্যবহার ঠিক নয়। ইতালির বিশেষ এই খাবারের ঐতিহ্যকে নষ্ট করে এই ফল। কিন্তু সেই ধারণায় জল ঢালল পিৎজার উপর লম্বা করে ফেলে রাখা ডিপ-ফ্রায়েড ব্যাঙ। চিনের পিৎজা হাট জনপ্রিয় মোবাইল গেম ডানজিওন এন্ড ফাইটার: অরিজিনস-এর সঙ্গে সহযোগিতার অংশ হিসেবে এই নতুন জিনিসটি চালু করেছে। যা দেখে অবাক হয়ে বসে নেটিজেন।
আরও পড়ুন: (Foods for G𒐪ood Mood: এই সব খাবার খেলে মন হবে ভাꦚলো! জেনে নিন, তেমন ৫টি জিনিসের নাম)
চিনের পিৎজা হাট এই নতুন পিজ্জার নাম দিয়েছে গবলিন পিজ্জা। এই পিজ্জার রুটির উপরে ব্যাঙ ভেজে রাখা থাকে৷ ১৮ নভেম্বরতারিখে আনা হয়েছে এই নতুন পিৎজা। স্বাদে মশলাদার পিৎজায় একটি সম্পূর্ণ বুলফ্রগ এবং প্রচুর ধনেপাতা দিয়ে পরিবেশন করা হয়। আগে থেকে অর্ডার করলে এই পিৎজা কিনতে পারবেন 💜চিনারা। এটি যদিও তিনটি নির্বাচিত দোকানে উপলব্ধ করা হয়েছে এই পিৎজাটি। জানা গিয়েছে যে পিৎজাটির দাম রাখা হয়েছে ১৬৯ ইউয়ান (আনুমানিক 💞২০০০ টাকার সমান)।
এখানে দেখুন পিৎজাটি
এক্স প্ল্যাটফর্মে অদ্ভুত গবলিন পিৎজার ছবি শেয়ার করেছেন এক ব্যবহারকা🔥রী। পোস্টের পর থেকে হাজারও মান🌱ুষের নজর কেড়েছে এটি।
পিৎজাটি অর্ডার করে কী বলছেন গ্রাহক
একজন ব্যক্তি, যিনি এই পিৎজা অর্ডার করেছিলেন, তাঁর প্রতিক্রিয়া ওয়েইবোতে শেয়ার করেছেন। পিৎজাটি তꦓৈরির ধারণা যাদের মাথায় এসেছে, তাঁদের উদ্দেশ্যে ওই গ্রাহক লিখেছেন, আপনি যখন ফ্রি থাকবেন তখন কি আমার সঙ্গে কথা 🐟বলতে পারেন? আমি জানতে চাই আপনি যখন এটি তৈরি করেছিলেন তখন আপনি কেমন অনুভব করেছিলেন।
নেটিজেনরা কী বলছেন
একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী, ♍আমি ভাবছি ইতালীয়ানরা কী ভাববেন? অন্য একজন লিখলেন, এর স্ব𒁏াদ ভালো হতে পারে। কিন্তু উপস্থাপনা ভালো নয়। কয়েকজন ব্যবহারকারী, যারা ব্যাঙের মাংস খেয়েছেন, তাঁদের আবার দাবি যে এটি অনেকটা এটিকে মুরগির মাংসের মতোই খেতে। কখনও কখনও মাছের মতোও খেতে লাগে।