Nail Care: একটুতেই ভেঙে যায়? এই নিয়ম মানলে মিলবে লম্বা, চকচকে ও মজবুত নোখ Updated: 06 Nov 2023, 11:06 AM IST Anulekha Kar Share Nail Care: অল্পেতেই নখ ভেঙে যাচ্ছে? শক্ত ও লম্বা নখ পাওয়ার রহস্য জানেন? জেনে নিন সুন্দর নেল পাওয়ার কিছু সহজ টিপস। 1/6নখ রাখতে পছন্দ করেন এমন মেয়ের সংখ্যা কম নেই । কিন্তু একটু সাবধান না হলেই নখ ভেঙে যেতে পারে। সেক্ষেত্রে নখ মজবুত করতে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। (Freepik) 2/6নখের পরিচর্যায় ভিটামিন, মিনারেল ও প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে যাতে নখ মজবুত হতে পারে। (Freepik) 3/6প্রচুর জল খেতে হবে যাতে শরীর হাইড্রেটেড থাকে এবং নখের কিউটিকলও হাইড্রেটেড থাকে। (Freepik) 4/6ঘর পরিষ্কার করার বিভিন্ন তরল এবং নেল পলিশ রিমুভার নখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। তাই গ্লাভস পরে বাড়ির কাজ করা এবং যতোটা সম্ভব কম রিমুভার ব্যবহার করতে হবে। (Freepik) 5/6দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস ত্যাগ করুন এতে নখ নষ্ট হয়ে যায়। এবং নখের শেপও পরিবর্তন হয়ে যায়। দাঁত দিয়ে নখ কাটলে নখ ক্রমশ পাতলা হতে থাকে। (Freepik) 6/6নখে নিয়মিত তেল ক্রিম মাখতে পারেন এতে নখ ভাল থাকে এবং চট করে ভেঙে যায় না। কিউটিকলের আদ্রতাও বজায় থাকে। (Freepik) পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি