Health News: অসাবধানে শরীরের নানা অঙ্গেই আঘাত লাগতে পারে। নখই বা বাদ যাবে কেন। নখে সামান্য আঘাত লাগলে কিছুদিনের মধ্যে তা সেরে যায়। কিন্তু নখ উল্টে গেলে প্রচণ্ড ব্যথা ও রক্তপাত হতে থাকে। আসবাব, ঘরের দরজা বা চৌকাঠে বা পাথরে লেগে নখ উল্টে যেౠতে পারে যেকোনও সময় (Nail Injury)। এই অবস্থায় কীভাবে যত্ন নিলে দ্রুত ক্ষত সেরে যাবে (Nail Injury Treatment)? ব্যথা কমবে ও রক্তপাত বন্ধ হবে? আসুন জেনে নেไওয়া যাক।
নখ উল্টে গেলে কী করবেন
- নখের গোড়ায় রক্ত চলাচল ও স্নায়ুর পরিমাণ বেশি থাকে রক্তপাত ও ব্যথা দুটোই বেশি হয়। প্রথমে একটি শুকনো কাপড় দিয়ে ক্ষতস্থান চেপে ধরে রাখতে হবে। এতে কিছুটা রক্তপাত বন্ধ হয়।
- ঘরে আইস প্যাক থাকলে সেটি চেপে ধরুন। এতে ব্যথায় কমে, রক্তপাতের পরিমাণও তত থাকে না। ঠাণ্ডা বস্তুর সংস্পর্শে এলে রক্তনালি সংকুচিত হয়ে যায়। ফলে রক্তের প্রবাহ ওই অংশে কমে যায়।
- নখ পুরো উঠে গেলে ওই ক্ষতের অংশ অ্যান্টিসেপটিক মলম লাগিয়ে ড্রেসিং করে নিতে হবে। তবে অর্ধেক ভাঙা নখ থেকে গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। তিনিই বলে দেবেন এক্ষেত্রে কী করণীয়।
আরও পড়ুন - ঐতিহ্যের আড়ালেই ಞবেআইনি কারবার? দাঁ বাড়ির বন্দুক ব্যবসা শুরু হয়েছিল যেভাবে
ক্ষতস্থানের যত্ন নেবেন যেভাবে
- হাতের নখ ভাঙলে গজাতে ছয় মাস লাগে। অন্যদিকে পায়ের নখ গজাতে কমবেশি ৭ থেকে ১২ মাস সময়ের দরকার। নখের আকার আয়তনের উপরেও কিছুটা নির্ভর করে।
- নখের নিচের ত্বকটিকে নেইল বেড বলে। এটি খুব সংবেদনশীল। তাই আঘাত পেলে নেইল বেড ড্রেসিং করে ঢেকে রাখা জরুরি। অন্তত একটা সপ্তাহ এভাবে রাখতে হবে নখ।
আরও পড়ুন - ৫০০ অ্যাটম বোমের শক্তি নিয়ে কলকাতায় আছড়ে পড🌜়তে পারে গ্রহাণু! বিপুল ক্ষতির ভয়?
- নিয়মিত ড্রেসিং করানোও জরুরি। নয়তো ক্ষতস্থানে ঘা হয়ে যেতে পারে। সবচেয়ে ভালো হয়, যদি একদিন অন্তর একদিন ড্রেসিং করানো যায়।
- ক্ষতস্থান শুকোতে ভিটামিন সি সাহায্য করে। তাই এই সময় টকজাতীয় ফল বেশি করে খেতে পারেন। ক্ষতস্থান নতুন কোশ তৈরির জন্য প্রোটিনের প্রয়োজন হয়। এর জন্য দিনে ২টি ডিম বা পর্যাপ্ত প্রোটিনজাতীয় খাবার খাওয়া যেতে পারে।
প্রতিবেদনটি স্বাস্থ্য সংক্রান্ত সাধারণ জ্ঞানের ভিত্তিতে লেখা হয়েছে। এই প্রতিবেদনকে মেডিক্যাল উপদেশ হিসেবে ধরে নেবেন না। স্বাস্থ্য নিয়ে যে কোনও প্রশ্ন, যে কোনও সমস্যার সমাধানের জন্য চিকিৎসক বা পেশাদার বিশেষজ্ঞের পরামর্শ নিন।