ইয়র্কশায়ার থেকে অস্ট্রেলিয়া পর্যন༺্ত তার অসাধারণ প্রতিভাকে পৌঁছে দিয়ে, জোশ ইংলিস শেষ পর্যন্ত তার মাতৃভূমিকে কষ্ট দিয়েছেন। যার ফলে স্টিভ স্মিথ হা꧙সতে হাসতে বলেছেন, ‘ইংল্যান্ড ওকে আর ফেরত পাচ্ছে না!’ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার পাঁচ উইকেটের জয় এনে দিয়েছেন পার্থের এই ব্যাটসম্যান। তিনি এ দিন দুর্দান্ত অপরাজিত ১২০ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে জিতিয়েছেন। শনিবার লাহোরে অনুষ্ঠিত এই ম্যাচের পর ২৯ বছর বয়সি ইংলিসের ইংল্যান্ডের কানেকশন নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে।
যেখানে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইক আথারটন ও নাসের হুসেন ধারাভাষ্যে আফসোস করছিলেন যে তারা এক প্রতিভাবান ক্রিকেটারকে হাতছাড়া করেছেন। সেখানে অজি অধিনায়ক স্মিথ নিশ্চিত করতে চাইলেন যে ইংলিসের রক্তে সবুজ-সোনালি রঙই প্রবাহিত হচ্ছে। ম্যাচের পরে হাসতে হাসতে স্মিথ বললেন, ‘আমি জানি না জোশের এখনও ইংল্যান্ডের পাসপোর্ট আছে কি না। কিন্তু সে আর ক🐎োথাও যাচ্ছে না!’
দেখুন সেই ভিডিয়ো
এই দেরিতে ফর্মে ফেরা ইংলিসের জন্য এটি এক অসাধারণ মাস। কয়েক সপ্তাহের মধ্যে𓆉 ৩০-এ পা দিতে যাওয়া এই ব্যাটসম্যান মাত্র তিন সপ্তাহ আগে শ্রীলঙ্কায় তার প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন। সেই ম্যাচে তার বাবা মার্টিন ও মা সারাহ উপস্থিত ছিলেন, যারা তাকে ১৪ বছর বয়সে লিডস থেকে পশ্চিম অস্ট্রেলিয়ায় নিয়ে চলে গিয়েছিলেন। ইংলিস স্বীকার করেছেন যে সব ফরম্যাটে অস্ট্রেলিয়ার হয়ে সেঞ্চুরি করা তার জন্য বিশেষ এক অর্জ🐓ন, তবে তার পরিবারের অনেকেই এখনও ইংল্যান্ডে থাকায় তিনি এদিন ম্যাচ জয়ী শতরা করে খুব বেশি উচ্ছ্বাস প্রকাশ করেননি।
তার ইংল্যান্ডের সমর্থক হওয়ার অনুভূতি এখন কেমন, এমন প্রশ্নের জবাবে ইংলিস হাসতে হাসতে বললেন, ‘হ্যাঁ, সেই দিনগুলো অনেক আগেই শেষ ওহয়েছে! আমি দারুণ আনন্দিত। এটি সত্যিই বিশেষ কিছু। বিশেষ করে আইসিসি ইভেন্টের মতো বড় মঞ্চে এমন পারফরম্যান্স করা, যেখানে দলকে জেতানোর সুযোগ পাওয়া যায়।’
জোশ ইংলিস আরও বলেন, ‘কাউকে হারানোর জন্য নয়, তবে এটি সত্যিই দারুণ এক মুহূর্ত। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো ছোট ও দ্রুতগতির টুর্নামেন্টে শুরু থেকেই ফর্মে থাকা জরুরি। আমরা ম্যাচে ভালোভাবে প্রবেশ করতে পেরেছি, এটি সবচেয়ে আনন্দের বিষয়।’ মাত্র ৮৬ বলে ৮টি চার ও ৬টি ছক্কার সাহায্যে খেলা জোশ ইংলিসের এই ইনিংস অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সবচেয়ে বড় রান তাড়া করে জয়ের রেকর্ড গড়তে সাহায্য করেছে। ৪৭.৩ ওভারে ৫ উইকেটে ৩৫৬ রান তুলে তারা যে কোনও আইসিসি ওয়ানডে টুর্নামেন্টে সর্🐽বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন নজির স্থাপন করেছে।
আরও পড়ুন … ভিডিয়ো: India vs Pakistan ম্যাচের আগে র🎐োহিত-বিরাটদ🎀ের ভয় দেখাচ্ছেন শাহিন-রউফ-নাসিম!
অস্ট্রেলিয়া যখন ৪ উইকেটে ১৩৬ রানে ধুঁকছিল, তখন জোশ ইংলিস ও অ্যালেক্স ক্যারি ১৪৬ রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়েন। ক্যারির সঙ্গে উইকেটকিপারের জায়গা দখলের প্রতিযোগিতায় থাকা ইংলিসকে দেখে অধিনায়ক স্মিথ মুগ্ধ হয়ে বলেন, ‘ওরা দুজনই দারুণ ব্যাটিং করছে, দারুণ ফর্মে রয়েছে। জোꦬশ যেন দ্বিতীয় গিয়ারেই ব্যাটিং করছিল, চারদিকে শট খেলেছে।’
আরও পড়ুন … ঝাঁপিয়ে উঠে শূন𓂃্যে ভেসে অবিশ্বাস্য ক্যাচ ক্যারির! এটাই চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা? রইল ভিডিয়ো
প্রতিপক্ষ অধিনায়ক জোস বাটলারও মেনে নিলেন, ‘কখনও কখনও প্রতিপক্ষের কৃতিত্ব স্বীকার করতেই হয়। জোশ ইংলিস দুর্দান্ত এক ইনিংস খেলেছে।’ অস্ট্রেলিয়ার সতীর্থরা আগ💞েও মজা করে ইংলিসের ইংল্যান্ড-সংযোগ নিয়ে খোঁচা দিয়েছেন এবং ড্রেসিংরুমে অন্ওয কেউ যদি ইংলিশ চ্যাম্পিয়নশিপে কোভেন্ট্রি সিটির ম্যাচের স্কোর জানতে চাইত, তবে সেটি বেশ অদ্ভুত লাগত।
জোশ ইংলিসকে জিজ্ঞাসা করা হয়েছিল, ম্যাচ জেতানোর ইনিংস খেলার সময়ও কি তিনি জানতেন তার প্রিয় ক্লাব কোভেন্ট﷽্রি সিটি শনিবার কেমন খেলেছে? অবাক করা ব্যাপার হল, তিনি নির্ভুলভাবে উত্তর দিয়ে ছিলেন। জোশ ইংলিস বলেছিলেন, ‘হ্যাঁ, ওরা ২-১ গোলে জিতেছে!’