💜 ১। ছোট ভাই কিছুতেই ওজন যন্ত্রে উঠবে না। ওর ধারণা, এটায় উঠলেই ব্যথা লাগবে। তাই বড় ভাই তাকে বোঝাচ্ছে, এমন হতেই পারে না।
𓄧 ওজন মাপক যন্ত্রের ওপর দাঁড়িয়ে বড় ভাই তাই বলছে ছোট ভাইকে: দেখেছিস, এটা একেবারেই ব্যথা দেয় না।
ꦫ ছোট ভাই: তাহলে মা এটার ওপর দাঁড়িয়েই অমন চিৎকার করে ওঠে কেন?
(আরও পড়ুন: ﷺউইকেন্ডে একটু মজা তো করতেই হবে! ৩ মিনিট মনখুলে হাসুন, পড়ুন দিনের সেরা ৫ জোকস)
𓆏 ২। রেস্তোরাঁয় গিয়ে এক ব্যক্তি গলদা চিংড়ির কাবাব খেতে চাইলেন। খাবার এল। কিন্তু ব্যক্তি মোটেই খুশি নন।
𒆙 ব্যক্তি: ওয়েটার, কাবাবের গলদা চিংড়িটার একটা দাঁড়া কেন? আর একটা কোথায় গেল?
🃏 ওয়েটার: স্যার, মনে হয়, ওটা লড়াই করছিল। সেটা করতে গিয়ে বেচারা ওটা খুইয়েছে।
ꦫ ব্যক্তি: ঠিক আছে, যে গলদাটা জিতেছে আমি সেটার কাবাব খেতে চাই।
(আরও পড়ুন: 𒆙সপ্তাহের প্রথম কাজের দিন মন ভালো রাখতেই হবে, পড়ুন দিনের সেরা ৫ জোকস, থাকুন মজায়)
👍 ৩। শ্যামল বাবুর মাথায় চুল নেই বললেই চলে। বেচারা চুল কাটানোর পর দোকানদার তাঁর কাছে ৫০ টাকা দাবি করে বসলেন। শ্যামল বাবু বললেন, ‘আমি তো প্রায় টাক মাথা! আমার চুল কাটার মজুরি ৫০ টাকা চাইছেন কেন?’
👍 নাপিত: ‘স্যার, চুল কাটার জন্য তো ৩০ টাকা। বাকি ২০ টাকা আপনার চুল খুঁজে বার করার মজুরি!’
(আরও পড়ুন: 💞সকাল থেকে আকাশের মুখ ভার, তা বলে আপনার আনন্দ যেন না কমে! পড়ুন দিনের সেরা ৫ জোকস)
ꦚ ৪। এক বাড়িতে ডাকাতি হয়েছে। সেই বাড়ির প্রতিবেশীর বাড়িতে অনুসন্ধানের কাজে গিয়েছেন গোয়েন্দা।
𓂃 গোয়েন্দা: গত রাতে পাশের বাড়ি থেকে আপনারা কোনও শব্দ শুনতে পেয়েছেন?
প্রতিবেশী: নাহ্!
൩ গোয়েন্দা: সে কী, এত বড় একটা ডাকাতি হয়ে গেল, আপনারা কিছুই শোনেননি?
🎶 প্রতিবেশী: না না, কিছুই শুনিনি। গোলাগুলি, চিৎকার আর ওদের কুকুরটার চেঁচামেচির যন্ত্রণায় কিছু শোনাই যাচ্ছিল না!
(আরও পড়ুন: 🦂আন্তর্জাতিক বন্ধুত্ব দিবসে একটু মজা হয়ে যাক! পড়ুন বন্ধুত্ব নিয়ে সেরা ৫ জোকস)
৫। সেলুনে চুল কাটতে গেলেন এক ব্যক্তি।
🅺 চুল কাটা শেষে নাপিত তাঁর মাথার পিছনে আয়না ধরে বলল, ‘কেমন হয়েছে, স্যার?’
🎐 ব্যক্তি: ভালোই, তবে পিছনের চুলগুলো আর একটু লম্বা করে দাও।