পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > Weight Loss Tips: দ্রুত ওজন কমাতে রান্নায় দিন কারিপাতা
ওজন বৃদ্ধি, ত্বকের স্বাস্থ্য 𓄧নিয়ে চিন্তিত? সেক্ষেত্রে কারি পাতা সহায় হতে পারে। আপাত স🐭াধারণ এই সুগন্ধী পাতাটির অনেক গুণ রয়েছে।
কারিপাতার বেশꩵ কিছু ঔষধি গুণ রয়েছে। এগুলি আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী।
পুষ্টিগুণে ভরপুর কারি পাতা : কারি পাতায় প্রচু♛র পরিমাণে ফাইবার, ফসফরাস, ম্যাগনেসিয়াম, কপার রয়েছে। এটি পরিপাকতন্ত্রকে আরও শক্তিশালী করে। ওজন ꦫকমাতে সাহায্য করে।
কারি পাতার অন্যান্য উপকারিতা : ওজন কমানো ছাড়াও কারি পাতা খাওয়ার আরও অনেক উপকারিতা রয়েছে। এটি𒁃 দৃষ্টিশক্তির জন্য খুবই উ☂পকারি। তাছাড়া এটি মাথা ঘোরার সমস্যা এবং বমি বমি ভাব থেকেও মুক্তি দিতে পারে।
এইভাবে এটি ব্যবহার করুন :
- খালি পেটে কারি পাতা খেলে ওজন কমাতে সাহায্য করে। আপনি চাইলে কারি পাতার রস করে পান করতে পারেন।
- এক গ্লাস জল ফুটিয়ে তাতে ১০-১৫টি কারি পাতা যোগ করুন। অল্প আঁচে কিছুক্ষণ ফুটতে দিন। জল কিছুটা ঠাণ্ডা হলে ছেঁকে নিয়ে পান করুন। চাইলে সামান্য মধু বা লেবুর রস মিশিয়েও পান করতে পারেন।
- এছাড়া সবজি বা ডালে ফোড়ন হিসাবেও খেতে পারেন। এক্ষেত্রে উল্লেখ্য, যদি ওজন কমানোর পরিকল্পনা থাকে, তাহলে ফোড়নে বেশি তেল-ঘি দেবেন না।
- রান্নার শেষে গরম গরম অবস্থাতেই কারিপাতা কুচিয়ে দিতে পারেন অল্প। দেখতেও ভালো লাগবে, খেতেও সুস্বাদু। উপকারিতাও পাবেন ভরপুর।