জোম্যাটো, এদের ট্যা𝔍গলাইনই হল সঠিক সময় খাবার গ্রাহকদের কাছে খাবার পৌঁছে দেওয়া। সে সকাল, বিকেল, মাঝ রাত যখনই হোক না কেন। দেরি হওয়ায় মানেই 'খবর আছে!' কিন্তু কোনও কোনও দিন তো দেরি হয়। বিশেষ করে সেই দিনটা যদি স্বাধীনতা দিবস হয়।
১৯৪৭ সালে ইংরেজদের নাগপাশ থেকে অবশেষে স্বাধীন হয়েছিল ভারত। বহু বীর স্বাধীনতা সংগ্রামীর রক্তে এসেছিল বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা। দিল্লির লাল কেল্লায় উড়েছিল জাতীয় পতাকা। ফলে ১৫ অগস্ট আর♈ পাঁচটা দিনের মতো সাধারণ ছুটির দিন নয়। এর গুরুত্ব আছে, মাহাত্ম্য আছে। আর সেই কথাই যেন নিজেদের নতুন বিজ্ঞাপনে বুঝিয়ে দিল জোম্যাটো।
আজ পা🐭ড়ায় পাড়ায় জাতীয় পতাকা উত্তোলন হবে। বাজবে দেশপ্রেমেরꦫ গান। যাঁরা খাবার ডেলিভারি করেন তাঁরা হয়তো আজ কখনও কোথাও এই অনুষ্ঠানে একটু দাঁড়াতেই পারেন। অংশ হতে পারেন বিশেষ দিনের বিশেষ প্রোগ্রামের। তাই জোম্যাটো গ্রাহকদের জানিয়েছে তাঁরা যেন কিছু মনে না করেন। কারণ, 'এমন কিছুদিন থাকে যেদিন তারাও লেট করতে পারেন।'
এই ফুড ডেলিভারি সংস্থা তাঁদের ইউটিউবে এই নতুন বিজ্ঞাপন পোস্ট করে লেখে, 'ব্র্যান্ডের প্রতিজ্ঞা গুরুত্বপূর্ণ, তার থেকেও বেশি জরুরি আমাদের দেশ। তাই আজ যদি আপনার কাছে ডেলিভারি বয় পৌঁছতে দেরি করেন বুঝবেন সে কোথাও জাতীয় সঙ্গীত শুনে দাঁড়িয়ে পড়েছে। দেশের জন্য এটুকু দেরি মানা যায়।' ভিডিয়োতে ফুটে ওঠে একটি মাঠে জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে। বাজছে জাতীয় সঙ্গীত। আর তার সামনে দাঁড়িয়ে ফুড ডেলিভারি অ্যাপের ইউনিফর্ম পর🉐ে। পতাকা উত্তোলন শেষ হতে সে গ্রাহকের ফোন ধরে, জানায় এখুনি আসছে সে।
মাত্র ღকিছুক্ষণ আগেই এই ভিডিয়ো পোস্ট হয়েছে তবুও দর্শকদের থেকে অফুরান ভালোবাসা পেয়েছে এই বিজ্ঞাপন। এক ব্যক্তি লেখেন, 'এদের মার্কেটিং স্ট্র্যাটেজি সত্যি মন ভালো করে দেয়।' আরেকজন লেখেন, 'জোম্যাটোর মার্কেটিং টিম সত্যি দারুণ সব কাজ করছে। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।'