দিল্লির ২০ বছরের এক যুবক কলেজের ফি পরিশোধের জন্য পার্ট-টাইম সুইগি ডেলিভারি বয়ের কাজ করছেন। ডেলি♕ভারি বয় অঙ্কিত দিল্লির একটি কলেজে কম্পিউটার সায়েন্স, জার্মান এবং সাইকোলজি নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করছেন। তাঁর পরিবারের আর্থিক অবস্থা বিশেষ ভালো নয়। তাই নিজের পড়াশোনার খরচ🎉 নিজেই বহন করতে এগিয়ে এসেছেন।
রেডিটের (Reddit) একটি থ্রেডে তিনি জানান, পার্ট টা𒈔ইম কাজ করে তিনি মাসে ৬০০০ থেকে ৮০০০ টাকা আয় করেন। তাঁর শেয়ার করা একটি স্ক্রিনশটে দেখা যায় ১৭ ও ২৩ ফেব্রুয়ারি প্রায় সা𓄧ড়ে চার ঘন্টা কাজ করে ৭২২ টাকা উপার্জন করেন এবং ১০ ঘন্টা কাজ করে ১৯৯০ টাকা।
আরও পড়ুন - Result 2024: SSC CGL টায়ার ১এর ফলাফল ঘোষণ🐻া হল, লিঙ্ক থাকল এখানে, ♏কেন্দ্রের প্রচুর চাকরি
ফেব্রুয়ারির শুরুতে তিনি প্রায় ১৯ ঘণ্টা কাজ করে ৩১১৭ টাকা এবং এক মাসে ৭২০০ টাকা উপার্জন করেন। যার ১০০-১৫০ টাকা গাড়ির পেট্রোল বাবদ খরচ যায়। গ্রাহকরা ভালো রেটিং দিলে বেতনও ঠিকঠাক পাওয়া যায়, এমন✅টাও তিনি জানান।
এক রেডিট ব্যবহারকারী তাঁকে প্রশ্ন করেন কোম্পানি⛄গജুলি কর্মীদের শোষণ করছে কি না। প্রত্যুত্তরে অঙ্কিত স্ক্রিনশটসহ প্রমাণ দিয়ে বলেন, তাকে ৮.৪ কিমি অতিক্রম করার জন্য দেওয়া হত মাত্র ২৩ টাকা।
এছাড়াও, তিনি একটি দুর্ভাগ্যজনক ঘটনা শেয়ার করেন। অর্ডার পৌঁছাতে দেরি হওয়ায়🍸 একজন গ্রাহক একবার তাঁকে পিটিয়ে মারার হুমকি দিয়েছিলেন। গুগল ম্যাপের অসুবিধাসহ যথাযথ কারণ বলা সত্ত্বেও তাঁর কথা শোনা হয়নি।𝓰
আরও পড়ুন - Result: JEE Main 2025 পেপার ২,🍎 প্রকাশিত হল ফলাফল, কীভাবে দেখবেন? রইল লিঙ্ক
তিক্ত অভিজ্ঞতাটির পাশাপাশি একটি মধুর অভিজ্ঞতার কথাও তিনি জানান। একবার এক হাসপাতালে মিষ্টি ড💝েলিভার করতে গিয়ে ৭-১০ বছরের এক বালিকা মিষ্টির বাক্স দেখে অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে পড়ে। পরিবারে নতুন সদস্য আসার আনন্দে গ্রাহকের থেকে ১০০ টাকা বকশিশও পান। প্রথমে নিজের হাত খরচা চালানোর জন্য সুইগিতে কাজ করা শুরু করলেও পরে 𝐆নিজের কলেজ খরচের দিকেই দৃষ্টিপাত করেন অঙ্কিত।