জ🔥ওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ভোটে এই প্রথম কোনও দলিতকে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করা হল। প্রায় ৩০ বছর পরে কোনও দলিতকে এই গুরুত্বপূর্ণ পদে বসানো হল। ওই ছাত্রের নাম ধনঞ্জয়। প্রায় ৩০ বছর পরে বামপন্থী কোনও দলিত ছাত্রনেতাকে ওই পদে বসানো হল।
১৯৯৬ 🐓সালের পর থেকে এই প্রথম কোনও দলিত নেতাকে বসানো হল ওই পদে…
তারই কিছু উল্লেখযোগ্য পয়েন্ট দেখে নেওয়া যাক…
১) ধনঞ্জয় হলেন প্রথম দলিত JNUSU প্রেসিডেন্ট। ১৯৯৬-৯৭ সাল💯ে এই পদে বসেছিলেন বাত্তি লাল বারিওয়া। তিনিও ছিল বাম ছাত্র নেতা। এরপ🎉র এতদিন পদে আবার কোনও দলিত ছাত্র নেতা বসলেন ওই পদে।
২) এবিভিপি প্রার্থীকে পরাজিত করে ওই বাম ছাত্র নেতা ওই পদে বসেছেন। এবিভিপি ছাত্রনেতা উমেশ সি আজমিরা পেয়েছেন ꦓ১৬৭৬টি🏅 ভোট। আর আয়সা সংগঠনের তরফে দাঁড়িয়েছিলেন ধনঞ্জয়। তিনি পেয়েছেন ২৫৯৮টি ভোট। তিনিই বেশি ভোট পাওয়ার জেরে JNUSU -র ছাত্র সংসদের সভাপতির পদে বসেছেন।
৩) ধনঞ্জয় আসলে বিহারের গয়ার বাসিন্দা।
৪) 🔴তিনি জেএনইউর স্কুল অফ আর্টস অ্য়ান্ড ইসথেটিক্স বিষয়ের PhD পড়ুয়া।
৫) এদিকে এবার প্রচারে তিনি নানা বিষয়কে সামনে এনেছিলেন। বিশ্ববিদ্যালয়ের তর🔥ফে হায়ার এডুকেশন ফান্ডিং এজেন্সি লোন নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ক্যাম্পাসে জল, স্বাস্থ্য ও পরিকাঠামো সংক্রান্ত নানা সুবিধাকে আরও বৃদ্ধি করার দাবি তিনি তোলেন।