বিমানের মধ্যে ২০ বছরের এক ছাত্রীকে হেনস্থা এবং কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল এক বিমানচালকের বিরুদ্ধে। যিনি তখন ডিউটিতে ছিলেন না। অভিযোগ, ওই বিমানচালক ছাত্রীকে সিট বদলে তাঁর কাছে বসতে বাধ্য করেন এবং ছাত্রীকে মদ্যপানের প্রস্তাব দেন। ছাত্রীটি এ বিষয়ে ফ্লাইট অ্যাটেনডেন্টদের কাছে অভিযোগ জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেছেন ছাত্রীটি। ছাত্রীর দাবি, ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু থেকে পুণে যাওয়ার পথে আকাসা এয়ার বিমানে। বিমান কর্তৃপক্ষের বক্তব্য, তারা বিষয়টি খতিয়ে দ💧েখছে। বিস্তারিত তদন্ত করা হচ্ছে।
আরও পড়ুন:মাঝ আকাশ⛎ে অভিনেত্রীকে হেনস্থা মদ্য🍷প যুবকের! সাহায্য পাননি, কাঠগড়ায় এয়ার ইন্ডিয়া
ছাত্রীর♐ অভিযোগ, তিনি বেঙ্গালুরুতে তিন মাসের ইন্টার্নশিপ শেষ করার পরে বিমানে করে পুণে ফিরছিলেন। তখন এক ব্যক্তি কেবিনে তাঁর লাগেজ রাখার প্রস্তাব দেওয়ার পর ছাত্রীর সঙ্গে কথা বলতে শুরু করেন। তিনি নিজের পরিচয় দিয়ে ছাত্রী💫কে বলেছিলেন, তিনি আকাসা এয়ারলাইন্সের একজন বিমানচালক। তবে তিনি তখন কর্তব্যরত অবস্থায় ছিলেন না। তিনি ছাত্রীকে নিজের পরিচয়পত্রও দেখিয়েছিলেন।
ছাত্রী জানান, এরপর ওই বিমান চালক একজন ফ্লাইট অ্যাটেনডেন্টের মাধ্যমে তাঁকে বিমানে🎶র পিছনের দিকে সিটে যেতে বলেছিলেন। ছাত্রীটি ভেবেছিলেন, তাঁর লাগেজ নিয়ে কিছু সমস্যা আছে। সেখানে ওই বিমানচালক ছাত্রীকে মদ্যপান করার প্রস্তাব দেন। তবে ছাত্রীটি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। সেইসঙ্গে ওই বিমান চালকের কথোপকথনে তিনি অস্বস্তি বোধ করছিলেন। ছাত্রীটি তাঁর সিটে ফিরে যেতে চাইছিলেন। ছাত্রীটির অভিযোগ, ওই বিমানচালক তাঁকে নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করছিলেন । তাতে ছাত্রীটি ভয় পেয়ে যান। পরে তিনি ক্রু সꩵদস্যের কাছে সিট নিয়ে আমার অস্বস্তি প্রকাশ করেন।