♛ এবার থেকে মোবাইল অ্যাপ্লিকেশন বা অ্য়াপের মাধ্যমেই সরকারিভাবে জন্ম ও মৃত্যু সংক্রান্ত তথ্য নথিভুক্ত করা যাবে। সৌজন্য়ে 'সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম' বা সিআরএস অ্যাপ। মঙ্গলবার এই সিআরএস অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
♋এই অ্যাপটি তৈরি করেছেন রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়া। আশা করা হচ্ছে, এই অ্য়াপ চালু হওয়ায় জন্ম ও মৃত্যু সংক্রান্ত তথ্যাবলী আপডেট করতে অনেক কম সময় লাগবে। এবং নির্বিঘ্নে সেই প্রক্রিয়া সারা সম্ভব হবে।
🅷অ্যাপ উদ্বোধনের খবর নিজের এক্স হ্যান্ডেলেও পোস্ট করেছেন অমিত শাহ। জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিট্যাল ইন্ডিয়ার পরিকল্পনা কার্যকর করতেই এই পদক্ষেপ করা হয়েছে।
🎃কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুসারে, এই অ্যাপের মাধ্যমে ভারতের আমজনতা যেকোনও সময়, যেকোনও জায়গা থেকে তথ্য সংযোজন করতে পারবেন। এই কাজ তাঁরা তাঁদের সংশ্লিষ্ট রাজ্যের সরকারি ভাষাতেই সারতে পারবেন।
কীভাবে কাজ করবে এই অ্যাপ?
☂- প্রথমে সংশ্লিষ্ট ব্যক্তিকে তাঁর মোবাইলের গুগল প্লে স্টোর থেকে সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম বা সিআরএস অ্যাপটি ডাউনলোড করতে হবে।
𓄧- এরপর ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে তাতে লগ ইন করতে হবে।
🧜- এর জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে একটি ক্যাপচা পরীক্ষায় পাস করতে হবে। তারপর এসএমএসের মাধ্যমে সংশ্লিষ্ট মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে এবং সেই ওটিপির মাধ্যমেই মোবাইল নম্বর ভেরিফিকেশন করতে হবে। ওটিপি ব্যবহার করার সঙ্গে সঙ্গে লগ ইন সম্পূর্ণ হবে।
♓- হোম স্ক্রিনেই এই অ্যাপ জন্ম ও মৃত্যুর তারিখ দেখাবে।
𒐪- হোম স্ক্রিনের একেবারে উপরে, বাঁদিকের কোনায় থাকবে হ্যামবার্গারের মতো দেখতে একটি আইনকন। সেই আইকনের মাধ্যমে মেনু অপশনে যাওয়া যাবে। মেনুর ভিতর জন্ম, মৃত্যু, দত্তক, প্রোফাইল-সহ নানা অপশন থাকবে। সঙ্গে থাকবে অ্যাড/ভিউ পেমেন্ট ডিটেলস।
𒁃- জন্ম সংক্রান্ত তথ্য নথিভুক্ত করতে সংশ্লিষ্ট ব্যক্তিকে 'বার্থ' অপশন সিলেক্ট করতে হবে। তারপর সিলেক্ট করতে হবে 'রেজিস্টার বার্থ' অপশন। এখানে বাচ্চার সমস্ত তথ্য পূরণ করতে হবে। যেমন - জন্ম তারিখ, ঠিকানা এবং তার পরিবার সংক্রান্ত তথ্যাবলী।
ꦯ- একইভাবে মৃত্যু সংক্রান্ত তথ্যও নথিভুক্ত করা যাবে। এক্ষেত্রে, যথাক্রমে - 'ডেথ' এবং 'রেজিস্টার ডেথ' অপশন ক্লিক করতে হবে।
༺- এরপর পেমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলেই প্রয়োজনীয় শংসাপত্র তৈরি হয়ে যাবে।
🐓- এই অ্যাপের মাধ্যমে জন্ম এবং মৃত্যু, এই দুই সংক্রান্ত শংসাপত্রই ডাউনলোড করা যাবে।