বাংলাদেশে এসব কী ঘটনা! এবার বেসরাকরি হাসপাতালের ডিজিটাল বোর্ডে ফুটে উঠল লেখা আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু। এবার বাংলাদেশের নোয়াখালির একটা বেসরকারি হাসপাতালের ডিজিটাল সাইনবোর্ডে ফুটে উঠল লেখা। এরপরই তুমুল শোরগোল। সেখানে দেখা যাচ্ছে একেবারে জ্বলজ্বল করছে লেখা, জয় বঙ্গবন্ধু। মঙ্গলবার রাত সাড়ে ১০ টা নཧাগাদ নোয়াখালির জে🅺লা শহর মাইজদির একটি বেসরকারি হাসপাতালের ডিজিটাল বোর্ডে এই ঘটনা হয় বলে খবর। খবর প্রথম আলোর প্রতিবেদন অনুসারে।
এদিকে এই ঘটনা জানাজানি হতেই ওই হাসপাতালে হাম🌟লা হয় বলে খবর। এদিকে হামলার জেরে ভয়াবহ পরিস্থিত তৈরি হয় হাসপাতালে। এদিকে অশান্তি থামাতে সেনাবাহিনী ও পুলিশের টিম ঘটনাস্থলে আসে। পুলিশ এই ঘটনায় একজনকে আটকও করেছে।
এদিকে কীভাবে এই পরিস্থিতি তৈরি হল তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে। প্রথম আলোর প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, ওই বেসরকারি হাসপাতালের এক ব্যবস্থাপক নাজিম উদ্দিন জানিয়েছেন, কয়েকদিন আগে গভীর রাতে হাসপাতালের প্রবেশপথের ডিজিটাল সাইনবোর্ডের স্ক্রিনে আওয়ামি লীগের আবার ভয়ঙ্কর রূপে ফিরবে, জয় বাংলা, জয় বঙ্🐼গবন্ধু লেখা ভেসে ওঠে। কিন্তু কীভাবে এই লেখা এল?
সেই প্রসঙ্গে কোনও সদুত্তর মেলেনি। এদিকে🐟 হাসপাতালের নিরাপ𓆏ত্তারক্ষী গোটা বিষয়টি জানানোর পরে দ্রুত সেই ডিজিটাল সাইনবোর্ড বন্ধ রাখা হয়।
এদিকে ওই প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে হাসপাতালের ব্যবস্থাপক জানিয়েছেন, গতকাল রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে যুবদল ও ছাত্রদলের একদল নেতাকর্মী হাসপাতালে এসꦰে তাঁকে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করেন। তিনি তাঁদের গোটা বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানান। এমনকী তিনিও জানিয়েছিলেন এই গোটা ঘটনার সঙ্গে হাসপাতালের ব্যবস্থাপকদের মধ্য়ে কেউ যুক্ত নন। এদিকে যারা সেই রাতে এসেছিলেন তাঁরা হাসপাতালের একজনকে ডেকে জিজ্ঞাসা করেছিলেন, ওই ডিজিটাল বোর্ডটিকে ফের চালাতে বলা হয়েছিল। আর সেখানে বিদ্যুৎ সংযোগ চালু করতেই দেখা যায় একই লেখা ফের ফুটে উঠেছে। এরপরই শুরু হয় 💜হাসপাতালে ভাঙচুর।
তবে এবারই প্রথম নয়। সম্প্রতি সাতক্ষীরার꧒ কলারোয়া উপজেলার ইউরেকা কমপ্লেক্স জামে মসজিদে এই ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন, মসজিদের ডিজিটাল বোর্ডে লেখা ছিল জয় বাংলা, জয় ꦰবঙ্গবন্ধু বিডি ৭১ হ্যাকার। এই লেখা দেখা যায়।
এছাড়াও কমলাপুর এবং💎 খুলনা রেল স্টেশনের প্রবেশ মুখে দুবার ডিজিটাল ডিসপ্লে বোর্ডে বিতর্কিত বিষয় দেখা গিয়েছিল। গত ২৬ অক্টোবর সকালে কমল💫াপুর স্টেশনের প্রবেশপথের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ‘আওয়ামী লিগ জিন্দাবাদ’ লেখা ভেসে উঠেছিল।