মাথায় বিপুল পরিমাণ বকেয়ার বোঝা। আদানিকে এখনও বিদ্যুতের পুরো টাকা মেটাতে পারেনি বাংলাদেশ। সেই চাপ মাথায় নিয়েই এবার নেপাল থেকে বিদ্যুৎ আমদানি শুরু করল ইউনুসের দেশ। তবে এই ক্ষেত্রে ভারতীয় গ্রিডের সাহায্য নিয়েছে বাংলাদেশ। উল্লেখ্য, ভারতীয় গ্রিড ব্যবহার করে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের এই বিষয়টি নিয়ে বিগত প্রায় ২ বছর ধরে ত্রিপাক্ষীয় আলোচনা চলেছে। শেষ পর্যন্ত ইতিহাস গড়ে সেই পরিকল্পনার বাস্তবায়ন করা হল। (আরও পড়ুন: পাকিস্ত🤡ানে নানকানা সাহিবে যাওয়🌳ার পথে নৃশংস ভাবে খুন হিন্দু তীর্থযাত্রী!)
আরও পড়ুন: কসবায় বাড়ির সামনে বসে TMC ক🐼াউন্সিলর, বন্দুক উঁচিয়ে দুষ্কৃতী! ভাইরাল CCTV ফুটেজ
আরও পড়ুন: 💙রানওয়ের পাশে অকেজো ট্র্যাক্টর, কলকাতা থেকে উড়ে যাওয়া বিমানের অবতরণে বিলম্꧅ব
রিপোর্ট অনুযায়ী, নেপালের জ্বালানি, পানিসম্পদ ও সেচ মন্ত্রণালয় আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে এই বিদ্যুৎ সরবরাহের সূচনা হয়। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী মনোহরলাল খট্টর, বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রকের উপদেষ্টা মহম্মদ ফয়জুল কবির খান এবং নেপালের জ্বালানিমন্ত্রী দীপক খাদকা। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বাংলাদেশে বিদ্যুৎ রফতানির জন্যে ভারতীয় পাওয়ার গ্রিড ব্যবহারের আবেদন জানিয়ে এসেছিল নোপাল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২২ সালে হাসিনা জমানায় তিন দেশের আলোচনা শুরু হয়েছিল। উল্লেখ্য, নেপালে প্রয়োজনের বেশি জলবিদ্যুৎ উৎপাদন হয়। এদিকে বাংলাদেশে বিদ্যুতের অভাব রয়েছে। এই আবহে এই ত্রিপাক্ষীয় চুক্তি কার্যকর হওয়ায় লাভবান হবে ভারতের দুই পড়শি দেশ। দাবি করা হচ্ছে, দক্ষিণ এশিয়ায় এই ধরনের চুক্তি প্রথমবারের জন্যে বাস্তবায়িত করা হল। (আরও পড়ুন: ক্লডিয়াস-নীরজদের ভুলে বসলেন ম𓆏মতা? বললেন, 'ভারত আজ🐬 পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি')
আরও পড়ুন: হাসপাতালের নবজাতক বিভাগে আ♒গুন, মর্মান্তিক মৃত্যু ১০ সদ্যজাত শিশুর
আরও পড়ুন: হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিমান বসু, ফিরলেন পার্টি অফি🐼🔯সে নিজ বাসস্থানে
পুরো বকেয়া টাকা না মেটানোয় আদানির থেকে অনেক কম বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ। সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো♛ হয়েছে, আগে যে পরিমাণ বিদ্যুৎ পাঠাত, তার মাত্র ৪০ শতাংশের মতো পাঠাচ্ছে আদানি পাওয়ার। আর সেই পরিস্থিতিতে বিদ্যুতের জন্য নেপালের দুয়ারে বাংলাদেশ কড়া নাড়ে। সেখানেও ভারতের সাহায্যের প্রয়োজন ছিল বাংলাদেশের। নয়া এই পদ্ধতিতে নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাঠানো হবে বাংলাদেশে। যদিও তাতে কতটা চাহিদা মিটবে, তা নিয়ে সন্দেহ আছে। কারণ বিভিন্ন রিপোর্ট অনুযায়ী নেপাল থেকে যে পরিমাণ বিদ্যুৎ পাওয়ার কথা আছে বাংলাদেশের, তা দিয়ে ঘাটতি মেটানো সম্ভবপর নয়। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত অগস্টের গোড়ার দিকে ঝাড়খণ্ডের গোড্ডা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ১,৪০০-১,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ পাঠাত আদানি পাওয়ার। কিন্তু সেটা কমে ৫২০ মেগাওয়েটে ঠেকেছে। এদিকে আদানি (ঝাড়খণ্ড) লিমিটেডের সঙ্গে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ চুক্তির꧙ বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থে রিট পিটিশন দাখিল করা হয়েছে।