হরিয়ানায় জিন্দাল পরিবারেরඣ দাপট যেমন শিল্পজগতে রয়েছে, তেমনই রাজনীতিতেও তাঁদের প্রভাব অনস্বীকার্য। এককালে এই হরিয়ানার মন্ত্রী ছিলেন সাবিত্রী জিন্দাল। যিনি এই মুহূর্তে দেশের সবচেয়ে ধনী মহিলা হিসাবে পরিচিত। তাঁর পুত্র নবীন জিন্দাল দেশের তাবড় শিল্পপতি তথা রাজনীতিবিদদের অন্যতম। ৮৪ বছর বয়সী সেই সাবিত্রী জিন্দাল এবার যোগ দিলেন বিজেপিতে।
পুত্র নবীন জিন্দাল সদ্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই পেয়েছেন প্রার্থীপদের টিকিট। হরিয়া﷽নার কুরুক্ষেত্র কেন্দ্র থেকে তিনি বিজেপির টিকিটে লোকসভা ভোটের প্রার্থী। এরপর নবীন জিন্দালের মা তথা হরিয়ানার প্রাক্তন মন্ত্রী সাবিত্রি জিন্দালও ছেলের পথে হেঁটেই যোগ দিলেন বিজেপিতে। বুধবার রাতে তিনি পদ্ম শিবিরে যোগ দিয়েছেন বলে খবর। হরিয়ানার হিসারে এক অনুষ্ঠানে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি। সেখানে ছিলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। এর আগে, তিনি কংগ্রেস থেকে আচমকাই পদত্যাগ করেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে সেকথা জানান তিনি। এরইসঙ্গে ৮৪ বছর বয়সী জি꧂ন্দাল পরিবারের এই সদস্য জানান, হিসার তাঁর কােছে তাঁর পরিবারের মতো। তিনি এও জানান যে, পরিবারের পরামর্শেই তিনি কংগ্রেস ছাড়ছেন। সবিত্রী জিন্দাল তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘১০ বছর বিধায়ক হিসাবে হিসারের জনগণের প্রতিনিধিত্ব করেছি। মন্ত্রী হিসাবে নিঃস্বার্থভাবে হরিয়ানা রাজ্যের সেবা করেছি। হিসারের মানুষ আমার পরিবার এবং আমার পরিবারের পরামর্শে আমি আজ কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিচ্ছি।’ এর আগে, হরিয়ানার কংগ্রেসের ভূপিন্দর সিং হুদা সরকারের মন্ত্রী ছিলেন সাবিত্রী জিন্দাল। ২০১৪ সালের ভোটে তিনি হিসারে বিজেপির কমল গুপ্তার কাছে হেরে যান। আর সেই কমল গুপ্তাই এখন হরিয়ানায় বিজেপির নায়াব সিং সাইনির সরকারের মন্ত্রী।
( Rain forecast and weather ꧋update West Bengal:শনি থেকে ঝেঁপে বৃষ্টি! শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস)
প্রাক্তন মন্ত্রী ও শিল্পপতি ওপি জিন্দালের স্ত্রী সাবিত্রী। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২৯.১ বিলিয়ন মার্কিন ডলার। রবিবার তাঁর ছেলে নবীন জিন্দাল কংগ্রেস ছেড়েছেন। তিনি কংগ্রেস সাংসদ হিসাবে ২০০৪-২০১৪ সাল পর্যন্ত লোকꦇসভায় কুরুক্ষেত্র কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছিলেন। সাবিত𒅌্রী জিন্দালের স্বামী ওপি জিন্দাল তাঁর আগে হিসারের থেকে ছিলেন বিধায়ক। উল্লেখ্য, ২০০৫ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ওপি জিন্দালের। স্বামী বিয়োগের পর সাবিত্রী হিসার কেন্দ্র থেকে লড়েন।