শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীনই বিভিন্ন সময়ে ভারত বিরোধী আগুন জ্বলে উঠতে বাংলাদেশে। ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়ে আগুন জ্বলত রাস্তায়। হাসিনার বিদায়ের পর সেই 'বয়কট ট্রেন্ড' আরও প্রবল হয়েছে বাংলাদেশে। রাজনৈতিক কারণে বা সামাজিক কারণে অনেক ক্ষেত্রে ভারতী পণ্য বয়কটের দাবি উঠেছে। আবার ভারতে ইলিশ পাঠানোর বিরোধিতাতেও সরব অনেক মানুষ। ভারতের প্রতি বিদ্বেষের এটি দৃষ্টিভঙ্গি রয়েছে সেই সব বাংলাদেশিদের। এদিকে হাসিনার বিদায়ের পরে মাঠে-ময়দানে আওয়ামি লিগ কার্যত নিশ্চিহ্ন। এই আবহে সেই দেশে বর্তমানে সবথেকে বড় রাজনৈতিক দল নিঃসন্দেহে বিএনপি। এদিকে বিএনপি ঐতিহাসিক ভাবে 'ভারত বিরোধী' হিসেবে চিহ্নিত। তাদের সহযোগী জমায়েত-ই-ইসলামও 'ভারত বিরোধী'। তবে এবার বিএনপি মহাসচিবের গলায় শোনা গেল অন্য সুর। (আরও পড়ুন: শারদীয়া উপ𒉰লক্ষে যাত্রীদের পেটপুজোর 'উপহার' রেলের, মেনুতে থা▨কছে বড় চমক)
আরও পড়ুন: আজ 🌳আসছেন কলকাতায়, তার আগে লাইনে দাঁড়িয়ে জীবনের প্রথমবার ভোট দিলেন মনু ভাকের
আরও পড়ুন: নিম্নচাপ কেটে পুজো হবে ঝলমলে? নাকি নতুন ঘূর্ণাবর্তে ভাসবে বಞাংলা? জানুন পূর্বাভাস
সম্প্রতি বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির জানান, ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার বিষয়ে তাঁরা আশাবাদী। তাঁর কথায়, 'ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। এই কথা আমি বলেছি, কারণ, সম্প্রতি ভারতের হাইকমিশনার (প্রণয় কুমার বর্মা) আমাদের অফিসে এসেছিলেন। এর আগে বহু বছর ধরে ভারত সরকারের কোনও প্রতিনিধি আমাদের অফিসে আসেননি। তবে এবার যখন তাঁরা আমাদের এখানে এসেছেন, তার মানে আমি মনে করি, বিএনপির প্রতি তাঁদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে। না হলে আমাদের এখানে এসে কথা বলতেন না তিনি। সেই দৃষ্টিভঙ্গি থেকেই বলেছি যে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বরফ গলতে শুরু করেছে। এটাই হওয়া উচিত।' (আরও পড়ুন: হরিয়ানার নির্বাচনে কংগ্রেস জিতলেജ মন্ত্রী হবেন? ভোটের সকালে কোন বার্ত༺া ভিনেশের…)
আরও পড়ুন: পুজোর কথা মাথায়꧃ রেখে আজ থেকে বাড়তি মেট্💮রো গঙ্গার নীচ দিয়ে, জেনে নিন সময়সূচি
আরও পড়ুন: ২ দশক পর দামোদর নদে ধরা পড়🍷ল ইলিশ, নিলামে তোলা হলে কত দামꦚ পেল সেই মাছ?
এরপর তিনি আরও বলেন, 'এদিকে ভারতের সঙ্গে শুধু বিএনপির নয়, বাংলাদেশের সবারই একটা সম্পর্ক রাখা উচিত। কারণ তারা আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী। আমাদের বহু ক্ষেত্রে ভারতের সঙ্গে বাণিজ্য আছে। খাদ্যশস্য, চাল, ডাল, আদা, মসলা আমরা ভারত থেকে আমদানি করে থাকি। ইদানিং আমরা ভারত থ✱েকে কয়লা আনাচ্ছি। এছাড়া এদেশে ভারতের বেশ কিছু প্রজেক্ট আছে। সুতরাং ভারতের সঙ্গে আমরা সম্পর্ক রাখব না, কথা বলব না, এটা তো রাজনীতি হতে পারে না।'