রেললাইনে খেলতে থাকা শিশু ট্রেনের ধাক্কায় কাটা পড়ল। শুধু তাই নয়, সেই শিশুর মাথা ট্রেনের ইঞ্জিনে আটকে গিয়েছিল। সেই অবস্থাতেই ট্রেনটি এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যায়। পরে ভিনরাজ্যে সেই শিশুর মাথা ট্রেনের ইঞ্জিন থেকে উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, দুর্ঘটনাটি মধ্যপ্রদেশের খান্ডোয়ায় ঘটেছে। রিপোর্ট অনুযায়ী, খান্ডোয়ার ডোঙ্গারগাঁওয়ে দুই বছরের নিষ্পাপ শিশু খেলতে গিয়ে রেললাইনের কাছে চলে যায়। সেই সময় ট্রেনের ধাক্কায় তার দেহ থেকে মাথা ছিন্ন হয়ে যায়। শিশুটির মাথা ট্রেনের ইঞ্জিনে আটকে যায় এবং প্রায় ৬০ কিলোমিটার দূরে মহারাষ্ট্রে চলে যায়। খবর পেয়ে পুলিশ ৬ ঘণ্টা সেই শিশুর শরীর ও মাথার খোঁজ চালায় পুলিশ। এরপর মহারাষ্ট্রের বাগোরা স্টেশনের কাছে শিশুটির মাথা পাওয়া যায়। (আরও পড়ুন: কোচ꧟িং সেন্টারে পড়ুয়া মৃত্যুর ঘটনায় সামনে রোমহর্ষক ভিডিয়ো, দিল্লি পুলিশের জালে ৭)
(আরও পড়ুন: সরকারি কর্মীদের বেতন-ডিএ বৃদ্ধি নিয়ে নয়া আপডেট, '৫০-৫০' কথা শোনাল সরক💙ার)
আরও পড়ুন: পুজোর আগেই বাংলা 💖দাম বাড়ছে মদের, কোন ধরনের সুরার রেট বাড়বে কত?
আরও পড়ুন: যে কোচিং সেন্টারে মৃত্যু হল ৩ UPSC ক্যান্ডিডেটের, সেখানে পড়ার ফ෴ি 🅠কত জানেন?
রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি ঘটেছে খান্ডওয়া জেলার পান্ধনা থানা এলাকার বোরগাঁও ফাঁড়ির ডোঙ্গারগাঁও গ্রামের ফলিয়ায়। মুম্বই দিল্লি ট্রেনের রুট এখান দিয়ে যায়। বলা হচ্ছে, শনিবার সকাল ১১টার দিকে স্থানীয় বাসিন্দা কালুরাম বড়েলার দু'বছরের ছেলে রাম বড়েলা বাড়ির উঠানে খেলছিল। সেখান থেকে যে সে কখন ট্র্যাকে চলে যায়, কেউ তা খেয়াল করেনি। পরে তার খোঁজ শুরু হয়। রেললাইনের ওপর শিশুটির মুণ্ডহীন দেহ পাওয়া যায়। বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত শিশুর কাটা মাথার খোঁজ শুরু করে। বোরগাঁও ফাঁড়ির ইনচার্জ রামপ্রকাশ যাদব আরপিএফ-এর সাহায্য নিয়ে রেলপথে মাথাটি খুঁজতে তল্লাশি অভিযান চালান। ৬ ঘণ্টারও বেশি সময় ধরে রেলপথে তল্লাশির পর মহারাষ্ট্রের বাগোরা রেলস্টেশনের কাছে শিশুটির মাথা পাওয়া যায়। ফাঁড়ির ইনচার্জ রামপ্রসাদ যাদব জানান, লাশের ময়নাতদন্ত করে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। (আরও পড়ুন: কেন্দ্রের নির্দেশিকায় না-খুশ, হোয়াটসঅ্যাপ কি ভারত ছাড়ছে?🍒 সামনে এল ন♚য়া আপডেট)
আরও পড়ুন: সরকারি কর্মীদের মুখের হাসি কেড়ে নিল সরকার𝔉ের অবস্থান, পেনশন নিয়ে হল বড় ঘোষণা
আরও পড়ুন: তৈরি হবে ১২টি 🐽শিল্পকেন্দ্র, লাভ হবে বাংলারও, তবে গুরুতর অভিযোগ মমতার বিরুদ্ধে
আরও পড়ুন: মণিপুর হিংসা নিয়ে🦋 বীরেনের সঙ্গে এই প্রথম মুখোমুখি বৈঠক মোদীর, কী কথা হল দু'জনের?
বোরগাঁও ফাঁড়ির ইনচার্জ 🐼রাম প্রকাশ যাদব জানিয়েছেন যে তারা বেলা নাগাদ জানতে পারেন, ট্রেনের ধাক্কায় একটি শিশু মারা গিয়েছে। সেই শিশুর মুণ্ডহীন মৃতদেহ ট্র্যাকের কাছে পড়ে আছে। কিন্তু তার মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে কাটা মাথার খোঁজ শুরু করেন। রাম প্রকাশ যাদব শিশুটির কাটা মাথার সন্ধানে রেলপথ ধরে বহুদূর গিয়েছিলেন। ৬ ঘণ্টারও বেশি সময় খোঁজাখুঁজির পর শিশুটির কাটা মাথাটি মহারাষ্ট্রের বাগোরা স্টেশনের কাছে রেলওয়ে ট্র্যাকে পাওয়া যায়। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিশুটির মাথা শনাক্ত করেন। পর সেই মাথা নিয়ে আসা হয়। পরে ময়নাতদন্ত করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, ট্রেনে ধাক্কা মারার পর শিশুটির ধড় সেখানেই থেকে গেলেও তার মাথা কেটে ট্রেনের ইঞ্জিনে আটকে যায় এবং ঘটনাস্থল থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে চলে যায়।