‘কথা’ রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০২৪ সালের লোকসভা ভোটের আগেই নাগরিকত্ব (সংশোধনী) আইন নিয়ে বিজ্ঞপ্তি জারি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, নাগরিকত্ব♛ (সংশোধনী) আইনের নিয়ম কী হবে, কীভাবে সেই আইন কার্যকর হবে, তা আজ রাতেই প্রকাশ করা হতে পারে। বিষয়টি নিয়ে অবশ্য সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে আজ বিকেল ৫ টা ৩০ মিনিটে যেহেতু নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কর্মসূচি আছে, সেটার প্রেক্ষিতে সংশ্লিষ্ট মহলের ধারণা, সম্ভবত নাগরিকত্ব (সংশোধনী) আইন নিয়েই কোনও বক্তব্য পেশ করতে পারেন প্রধানমন্ত্রী𒁃। সেজন্যই সম্ভবত ওই কর্মসূচি ঠিক করা হয়েছে। আর তারপর রাতে শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিজ্ঞপ্তি জারি করা হতে পারে।
আরও পড়ুন: CAA Rules Live Updates: জাতির উদ্দেশে ভাষণ মোদীর, নাগরিকত্ব আইন ন🐠িয়ে বার্তা দেবেন?
আর যদি সেটাই হয়, তাহলে এমন একটা দিনে করা হচ্ছে, যার একদিন আগেই সিএএ নিয়ে মোদী সরকারকে আক্রমণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ব্রিগেডে ‘জনগর্জন সভা’ থেকে মমতা বলেন, ‘ভোটের আগে আধার কার্ড বাতিল করে দিচ্ছিল (বিজেপি সরকার)। আমার গর্জন শুনে থমকে গিয়েছে। নির্বাচনের পরে ক্যা টা ব্যা করে দেবে। ব্যাক-আউট করে দেবেন। ওপার বাংলায় পাঠিয়ে দেবে। আমরা কাউকে পাঠাতে দেব🅰 না। আমরা শেল্টার দেব।’
আরও পড়ুন: Amit Shah on CAA Implementation: 🦂'ফাঁকা আওয়াজ' ✱আর নয়? লোকসভা ভোটের আগেই সিএএ, বড় ঘোষণা খোদ শাহের
নাগরিকত্ব সংশোধনী আইনের ইতিবৃত্ত
সংসদের অনুমোদন পাওয়ার পরে ২০১৯ সালে নাগরিকত্ব সংশোধনী আইন তৈরি হয়েছিল। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের হিন্দু-সহ ছ'টি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে (যাঁরা সংখ্যালঘু বলে অত্যাচারের শিকার হয়েছেন) ভারতের নাগরিকত্ব প্রদান করতে সেই আইন আনা হয়েছে।🍷 প্রাথমিকভাবে 🍸যাঁরা ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভারতে আশ্রয় নিয়েছেন, তাঁদের নাগরিকত্ব প্রদান করা হবে বলে জানানো হয়েছে।
কিন্তু সেই আইনের ফলে সমাজে বিভেদ ছড়াবে বলে দাবি করেছে এক꧃াধিক বিরোধী দল। উত্তাল হয়েছে দিল্লি, উত্তর-পূর্ব ভারত, পশ্চিমবঙ্গের একাংশ। বিজেপির অবশ্য দাবি, কোনওরকম বিভেদ ছড়াবে না। বঞ্চিত মানুষদের অধিকার সুনিশ্চিত করবে নাগরিকত্ব☂ সংশোধনী আইন।
বিজেপির প্রতিশ্রুতি
দীর্ঘদিন ধরেই নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিশ্রুতি দিয়ে আসছে বিজেপি। দেশে তো বটেই, পশ্চিমবঙ্গেও একাধিকবার সেই আইন কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছে মোদী-শাহ 𝓡ব্রিগেড। আর ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি যে বড় সাফল্য পেয়েছিল, তাতে নাগরিকত্ব সংশোধনী আইনের অবদান নেহাত কম ছিল না। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিশ্রুতি দিয়ে মতুয়া, রাজবংশী ভোট নিজেদের দিকে টেনে এনেছিল বিজেপি। পুরোপুরি ধস নামিয়ে দিয়েছিল তৃণমূলের ভোটব্যাঙ্কে। কিন্তু ভোটে জয়ের পর দীর্ঘদিন কেটে গেলেও নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর না হওয়ায় মতুয়াদের মধ্যে 🎃অসন্তোষ তৈরি হচ্ছিল।
আরও পড়ুন: Mamata Banerjee on CAA: 'কেউ ভয় পাবেন না, ক্যা নিয়ে চিন্তা করবেন না,' নবান্নে জরুরি বৈ♔ঠকে মম🐲তা