ভোটে টিকিট হাতছাড়া হতেই আম আদমি পার্টি থেকে ইস্তফা দিয়েছিলেন। আর ভোটের ঠিক ৪ দি আগে শনিবারই তাঁরা যোগ দিলেন বিজেপিতে। রাজধানী দিল্লিতে ভোটে আগে, আম আদমি পার্টি ছেড়ে আসা ৮ বিধায়ক যোগ দিয়েছেন বিজেপিতে। দিল্লি বিধানসভা ভোট আগামী ৫🍸 ফেব্রুয়ারি। আর তার আগে, ১ ফেব্রুয়ারি, শনিবার গেরুয়া শিবিরে এই যোগদান নিঃসন্দেহে রাজধানীর রাজনীতির পারদ চড়িয়ে দিয়েছে।
আপ ছেড়ে আসা যে বিধায়করা আজ যোগ দিয়েছেন বিজেপিতে, তাঁরা হলেন, বন্দনা গৌর, রোহিত মেহেরৌলিয়া, গিরিশ সোনি, মদন লাল, রাজেশ ঋষি💃, বিএস জুন, নরেশ যাদব, পবন শর্মা। দিল্লির একাধিক জায়গার বিধায়ক এঁরা। দিল্লিতে পালাম, ত্রিলোকপুরী,মাদিপুর, কস্তুরবা নগর, উত্তম নগর, বিজওয়াসন, মেহেরউলি, আদর্শ নগরের বিধায়ক ছিলেন। যে ৮ জন আপ বিধায়ক আপ ছেড়ে এসেছেন, তাঁদের মধ্যে অনেকেই ভোটে টিকিট পাননি আপের তরফে। যদিও মেহরৌলির বিধায়ক নরেশ যাদব যদিও প্রাথমিকভাবে টিকিট পেয়েছিলেন আপের তরফে, তবে পরে তাঁর টিকিট হাতছাড়া হয়। তাঁর বিরুদ্ধে পাঞ্জাবে পবিত্র কোরান অবমাননা মামলার অভিযোগ ওঠে, ও তা প্রমাণও হয় বলে খবর। এরপরই তাঁর জায়গায় আম আদমি পার্টি টিকিট দেয় মেহেন্দর চৌধুরীকে। তারপরই শুক্রবার নরেশ যাদব পার্টি থেকে ইস্তফা দেন।
আপ থেকে পদত্যাগ করার পরে, বিধায়করা জানিয়েছেন, যে তাঁরা বিধানসভার স্পিকারের কাছেও তাঁদের পদত্যাগপত্র জমা দিয়েছেন, কক্ষে তাঁদের সদস্যপদ ত্যাগ করার আর্জি নিয়ে এই পদত্যাগ পত্র জমা দেন। আর আপ ছেড়ে আসা এই বিধায়করা এরপর দিল্লির বিজেপি প্রধান বীরেন্দ্র সচদেবার উপস্থিতিতে যোগ দেন বিজেপি𓄧তে। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন পার্টির ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট বৈজয়ন্ত পাণ্ডা। এই বিধায়কদের পার্টিতে স্বাগত জানিয়েছে বৈজয়ন্ত পাণ্ডা বলেন, এই দিনটি হল ‘ঐতিহাসিক দিন’। তিনি বলেন,'আগামী ৫ ফেব্রুয়ারি, দিল্লি মুক্ত হবে আপ থেকে'। উল্লেখ্য, ৫ ফেব্রুয়ারি ২০২৫ রয়েছে দিল্লিতে বিধানসভা ভোট। আর ৭০ আসনের এই ভোটের ফলাফল ৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে।