গোটা দেশ দেওয়ালির আনন্দে মাতোয়ারা। আর সেই সঙ্গেই আলোয় ভাসল অযোধ্যা। গোটা দেশের নজর ছিল এই অযোধ্যার দিকে। দেওয়ালির দিনꩲ দেখা গেল একেবারে ১০০ তে ১০০ পেয়েছে অযোধ্য়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ছবি এক্স হ্যান্ডেল💙ে তুলে ধরেছেন। তিনি লিখেছেন, অদ্ভূত, অলৌকিক, অবিস্মরণীয়। তিনি দীপোৎসবের ছবি শেয়ার করে হিন্দিতে একথাই লিখেছেন।
মোদী লিখেছেন, অদ্ভূত, অলৌকিক, অবিস্মরণীয়। গোটা দেশ আলোক মালায় সজ্জিত। লক্ষ লক্ষ প্রদীপ দিয়ে সাজানো হয়েছে অযোধ্যাকে। এই উৎসব থেকে যে শক্তি নির্গত হচ্ছে তা গোটা দেশে উৎসাহ ও কর্মচঞ্চলতার বাতাবরণ তৈরি করবে। আমার প্রার্থনা, ভগবান শ্রী রামচন্দ্র গোটা দেশবা♎সীর মঙ্গল করুন, তিনি সমস্ত পরিবারের অনুপ্রেরণা হয়ে উঠুন। লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গেই রামচন্দ্রের নামে জয়ধ্বনিও দিয়েছেন ত🌸িনি।
জানুয়ারিতে রাম মন্দিরের উদ্বোধন হওয়ার কথা রয়♔েছে। তার আগে এবারের দীপাবলি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীপাবলির উৎসবকে▨ সফল করতে গত কয়েকদিন ধরে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দীপোৎসবের প্রস্তুতির উপর সবরকম নজর রেখেছিলেন। আর আক্ষরিত অর্থেই সফল এবারের দীপোৎসব।
এদিকে এবার অযোধ্যার দীপোৎসব গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে ফেলছে। এবার ২২ লাখ ২৩ হাজার প্রদীপ জ্বালানো হয়েছে। মানে গত বছর যে রেকর্ড ছিল তার থেকেও এবার বেশি। গতবার ১৫.৭৬ লাখ প্রদীপ জ্বালানো হয়েছিল। মোটামুটি ২০১৭ সাল থেকেই অযোধ্যায় প্রদীপ জ্বালিয়ে এই 💛দীপোৎসব পালন করা হচ্ছে। তবে এবার যেন অতীতের সব রেকর্ডকে ছাপিয়ে গেল।
আগামী ২২ জানুয়ারি অযোধ্য়ায় রাম মন্দির উদ্বোধন হতে পারে। আর সেটা যদি হয় ফাইনাল তবে এবারের দীপোৎসব হল সেমি ফাইনাল। আর সেমি ফাইনালে পুরোদমে সফল হল অযোধ্যায়। প্রদীপের আলোয় উদ্ভাসিত গোটা এলাকা। অপূর্ব সুন্দর সেই দৃশ্য। যা দেখে উচ্ছসিত ভারতের প🎉্রধানমন্ত্রী।