বিধানসভা উপনির্বাচনের প্রচার চলাকালীন নির্বাচনী আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে খোদ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে। এনিয়ে এবার নির্বাচন কমিশনও সতর্ক করেছে অসমের মুখ্য়মন্ত্রীকে। এদিকে সূত্রের খবর কংগ্রেসের তরফেই কমিশনের কাছে নালিশ জানানো হয়েছিল। মুখ্যমন্ত্রীর প্রচার নিষিদ্ধ করার দাবিতেও কমিশনের কাছে আবেদন জানিয়েছিলেন কংগ্রেস নেতৃত্ব। এরপর সোমবারই এব্যাপারে নোটিশ জারি করেছিল কমিশন। মঙ্গলবারের মধ্যে উত্তর চাওয়া হয়েছিল অসমের মুখ্যমন্ত্রীর কাছে। এদিকে নিঃশর্তে ক্ষমা চাওয়ার পরিপ্রেক্ষিতে কমিশন সতর্ক করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে। আগামীদিনে নির্বাচনী বিধি মেনে কাজ করার ব্যাপারেও মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছে কমিশন। নির্বাচন কমিশনের সচিব এনটি ভুটিয়া একটি নির্দেশনামায় জানিয়েছেন, জনসমক্ষে বক্তব্য রাখার সময় বিধি মেনে চলা দরকার। আগামী দিনে বিধি মেনে চলার ব্যাপারে আরও যত্নবান হওয়ার কথা বলেছে কমিশন। এদিকে খোদ মুখ্যমন্ত্রীকে কমিশনের সতর্ক করার জেরে ভোটের মুখে কিছুটা হলেও অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরের। এদিকে অসমে পাঁচটি আসনে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে। কোভিড সংক্রান্ত জটিলতার জেরে দুজন বিধায়ক প্রয়াত হয়েছিলেন। অন্যদিকে অপর তিনজন বিধায়ক পদত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তার মধ্যে দুজন কংগ্রেসের বিধায়ক ও একজন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের বিধায়ক রয়েছেন।