আগামী ২৬ ফেব্রুয়ারি। অন্তত ৫৫০ অমৃত ভারত স্টেশনে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়ালি এই স্টেশনের উদ্বোধন করবেন মোদী। তবে এবার এই অমৃত ভারত স্টেশনে আসছে বড়🉐 চমক। সমস্ত জোনাল পাবলিক রিলেশন অফিসগুলিতে জানানো হয়েছে, সমস্ত অমৃত ভারত স্টেশনের শিলান্যাসের ফলক হিন্দিতে লিখতে হবে। মানে হিন্দি, ইংরেজি ও স্থানীয় ভাষাতেও লেখা থাকবে ফলকে। সেই সঙ্গেই সংস্কৃতেও ফলক লেখা থাকবে।
এটা অত্যন্ত তাৎ﷽পর্যপূর্ণ। 🦋মূলত যে জন্য এই ব্যবস্থাটা করা হচ্ছে সেটা হল প্রাচীন ভাষাকে ফের সামনে আনা। অমৃত ভারত স্কিম। দেশের একের পর এক স্টেশনকে উন্নত করার দিকে এগোচ্ছে ভারত সরকার। অমৃত ভারত স্টেশন স্কিমে রেলস্টেশন রুফটপ প্লাজা ও সিটি সেন্টার তৈরি করা হবে। সব মিলিয়ে ৪০,০০০ কোটি টাকায় তৈরি হচ্ছে এই প্রকল্প।সেই সঙ্গেই প্রধানমন্ত্রী ১৫০০ রোড ওভারব্রিজ ও আন্ডারব্রিজেরও সূচনা করবেন প্রধানমন্ত্রী। উত্তরপ্রদেশ সহ দেশের বিভিন্ন প্রান্তে যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য এটা করা হচ্ছে।
ভারতীয় রেলের অমৃত ভারত স্টেশন স্কিম অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিম। এই প্রকল্পের আওতায় বিরাট পরিকল্পনা নেওয়া হয়েছ🔜ে। এই প্রকল্পের আওতায় স্টেশনে যাওয়ার রাস্তা, ওয়েটিং হল, টয়লেট, লিফট সহ নানা আধুনিক ব্যবস্থা করা হচ্ছে। সেই সঙ্গেই স্টেশনে পরিচ্ছন্নতার উপর বিশেষভাবে খেয়াল রাখা হচ্ছে। সেই সঙ্গে ফ্রি ওয়াইফাই সিস্টেম, স্থানীয় সামগ্রী বিক্রির জন্য কিয়স্ক তৈরি করা হচ্ছে। ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট এই স্কিমের উপর ভিত্তি করে এগুলি করা হবে। সেই সঙ্গে রেল স্টেশনে ঘোষণার যে ব্যবস্থাটি রয়েছে মানে পাবলিক অ্যাড্রেস সিস্টেম রয়েছে সেটাও আরও উন্নত করা হচ্ছে।
এই স্কিমের আওতায় এক্সিকিউটিভ লাউঞ্জ করা হচ্ছে। এমনকী মিটিং করার মতো জায়গা সহ নানা ব্যবস্থা করা হচ্ছে🦋। একেবারে ঝাঁ চকচকে ꩲঅমৃত ভারত স্টেশন। বিমান বন্দরও যেন লজ্জা পাবে এই অমৃত ভারত স্টেশন দেখে।
তবে এবার সেই অমৃত ভারত স্টেশনগুলির উদ্বোধন হবে গোটা দেশজুড়ে। সব মিলিয়ে ৫৫০টি অমৃত ভারত স্টেশনের 🔥উদ্বোধন হবে গোটা দেশ জুড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই স্টেশনগুলির উদ্বোধন করবেন। আর সেই স্টেশনের শিলান্যাসের ফলকে সংস্কৃতে ভাষায় লেখা থাকবে। এটা অত্য়ন্ত তাৎপর্যপূর্ণ। নয়া নির্দেশে বলা হয়েছে, সমস্ত অমৃত ভারত স্টেশনে হিন্দিতে ফলক লাগাতে হবে। মানে হিন্দি, ইংরেজি ও স্থানীয় ভাষাতেও লেখা থাকবে ফলকে। সেই সঙ্গেই সংস্কৃতেও ফলক লেখা থাকবে।