মধ্যবিত্তের হেঁশেলে আগুন ধরিয়ে দিয়ে বেড়েছে গ্যাসের দাম। ১৪.২ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম সদ্য ৫০ টাক💮া করে বেড়েছে। ফলে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের ঘরে। শহর কলকাতায় গ্যাসের দাম ছ♋াড়িয়েছে ১০০০ টাকা। এমন পরিস্থিতিতে, মুখ খুলেছেন দেশের অন্যতম অর্থনীতিবিদ তথা কেরলের প্রাক্তন অর্থমন্ত্রী আইস্যাক থমাস। ভর্তুকির অঙ্কের খতিয়ান নিয়ে তিনি দাবি তুলেছেন এক 'ষড়যন্ত্র'এর।
এক টুইট পোস্টে কেরলের এই প্রাক্তন অর্থমন্ত্রী লিখেছেন, 'গ্যাসের গ্রাহকদের ভর্তুকি সরাসরি পৌঁছে দেওয়া হল আসলে একটি চাল ভর্তুকিকে উঠিয়ে দেওয়ার ক্ষেত্রে।' একইসঙ্গে তিনি তাঁর টুইটে লিখেছেন,'২০২০ সালের মে মাস থেকে কোনও ভর্তুকিই ঘোষণা করা হয়নি। যার ফলে আমদানী মূল্য বেড়েছে, যার জেরে ২০১৮ সালে ৪০০ টাকা থেকে বর্তমানে গ্যাস হয়েছে ১০০০ টাকা।' গোটা ঘটনাকে তিনি প্রতারণা বলে দাবি করেছেন। ভারতীয় মুদ্রার দাম যখন ক্রমেই কমতে শুরু করেছে, সেই সময়ই বাম শাসিত কেরলের প্রাক্তন অর্থমন্ত্রীর তরফে এই বার্তা নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে নেট মহলে। ভিন দেশের এই স্কুলে রবীন্দ্রভাবনায় ভেদাভেদ ভুলে চলে পঠনপাঠন! নেপথ্ꦕযে কোন 🍰ইতিহাস?