শুক্রবার ভারতীয় বাজারে ১০ গ্রাম সোনার দাম ৫০,০০০ টাকার কাছে থাকল। বেলা ১২ টা ৫০ মিনিটের তথ্য় অনুযায়ী, এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ১২৮𓂃 টাকা বা ০.২৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৯,৮৭২ টাকা। অন্যদ𒁃িকে, এক কিলোগ্রাম রুপোর দাম ০.১৩ শতাংশ বা ৭৭ টাকা কমে ৫৭,৯৫০ টাকায় ঠেকেছে।
বৃহস্পতিবার একটা সময় ভারতীয় বাজারে ১০ গ্রাম সোনার গাম ৪৯,৩০০ টাকার স্তরের কাছে ছিল। যা সাত মাসের সর্বনিম্ন স্তরে পৌঁ🎐ছে গিয়েছিল। এক কিলোগ্রাম রুপোর দাম ৫৭,০০০ টাকার উপরে ছিল। বিশেষজ্ঞদের বক্তব্য, বুধবার মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার ৭𒁃৫ বেসিস পয়েন্ট বৃদ্ধির ঘোষণা করেছে। তার জেরে বৃহস্পতিবার বিশ্ব বাজারে সোনার দাম পড়েছিল। প্রভাব পড়েছিল ভারতীয় বাজারেও।
শুক্রবার অবশ্য সেই ধাক্কা অনেকটা কাটিয়ে উঠেছে সোনা। সপ্তাহের শেষ কর্মদিবসে ভারতীয় বাজারে ১০ গ্রাম সোনার দাম ৫০,০০০ টাকার কাছে পৌঁছে গিয়েছে (Gold Prices in India)। বেড়েছে রুপোর দামও (Silver Prices in India)। (আরও পড়ুন: Indian Rupe🦩e Slumps: সর্বকালীন রেকর্ড ভেঙে তলানিতে টাকা, শু൲ক্রে সর্বনিম্ন স্তরে পৌঁছল ভারতীয় মুদ্রা )
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) কলকাতার খুচরো বাজারে সোনা এবং রুপোর দাম (জিএসটি ছাড়া) কত থাকছে?
বৃহস্পতিবার কলকাতায় দাম বেড়েছিল সোনার। ১০ গ্রাম পাকা সোনার দাম ৪৫০ টাকা বেড়েছিল। বাজার বন্ধের সময় ১০ গ্রাম পাকা সোনার দাঁড়িয়েছিল ৫০,৫৫০ টাকা। ১০ গ্রাম গয়না সোনা এবং হলমার্ক সোনার গয়নার দꦰাম বেড়েছিল ৪০০ টাকা। যে বর্ধিত দামে শুক্রবার কলকাতার খুচরো বাজারে সোনা বিক্রি হচ্ছে। সঙ্গে যুক্ত হবে জিএসটি।
আরও পড়ুন: Gold Prices Today: বুধবার 🌳ভারতে বাড়♑ল দাম, তবে এখনও অনেকটাই সস্তা সোনা, কলকাতায় এক ভরি কত পড়ছে?
• ২৪ ক্যারাট, পাকা সোনা (১০ গ্রাম)- ৫০,৫৫০ টাকা♋ (বৃ✤হস্পতিবার ছিল ৫০,১০০ টাকা)।
• ২২ ক্যারাট, গয়না সোনা (𝓰১০ গ𒊎্রাম) – ৪৭,৯৫০ টাকা (বৃহস্পতিবার ছিল ৪৭,৫৫০ টাকা)।
• ২২ ক্যারাট, হলমার্ক সোন♚ার গয়না (১০♐ গ্রাম)- ৪৮,৬৫০ টাকা (বৃহস্পতিবার ছিল ৪৮,২৫০ টাকা)।
• এক কিলোগ্রাম রুপোর বাট - ৫৭,৪৫০ টাকাꦏ (বৃহস্পতিবার ছ𒁃িল ৫৬,৮০০ টাকা)।