বিগত এক দশকে তাঁর সরকার দেশে আমূল পরিবর্তন এনেছে। আজ হিন্দুস্তান টাইমসের লিডারশিপ সামিটে এমনটাই দাবি করলেন নরেন্দ্র মোদী। তাঁর সরকারের নীতির কারণে দেশে ১০ কোটি 'লাখপতি দিদি' আছে বলে দাবি করেন মোদী। পাশাপাশি তাঁর আরও দাবি, তাঁর সরকার সাধারণ মানুষের করের টাকা বাঁচিয়েছে। এছাড়াও বিগত এক দশকে দেশের বাজেটের পরিমাণ বেড়েছে কয়েক গুণ। (আরও পড়ুন: 'পাকিস্তানের সন্ত্রাসবাদীরা নিজেদের ঘরেই সুরক্ষিত নয়', ই🌜সলামাবাদকে 'খোঁচা' মোদ🐷ীর)
আরও পড়ুন: হিন্দুস্🧔তান টাইমসের শতবর্ষে স্মারক ডাক🌊টিকিট উন্মোচন মোদীর, নিলেন ২ বাঙালির নাম…
আজ মোদী বলেন, 'গত ১০ বছরে দেশে যে পরিবর্তন এসেছে, তাতে ভারতীয় নাগরিকরা ঝুঁকি নিতে ভয় পায় না। আজ আমাদের যুব সমাজ প্রতি ক্ষেত্রে রিস্ক টেকার হয়ে উঠছেন। আগে যেখানে খুব কষ্ট করে কোনও এক স্টার্টআপের নাম শোনা যেত, এখন সেখানে দেশে রেজিস্টার্ড স্টার্টআপের সংখ্যা সোয়া লাখ। আগে খেলাকে পেশা হিসেবে বেছে নেওয়ার মধ্যে ঝুঁকি থাকত। তবে এখন আমাদের দেশের ছোট শহরগুলির যুবক, যুবতীরাও এই ঝুঁকি নিয়ে গোটা বিশ্বে ভারতকে সম্মানিত করছেন।' (আরও পড়ুন: আ💞গে ভোট ব্যাঙ্কের রাজনীতি হত… বোর্ড লেগে যেত, তবে উন্নয়🦩ন দেখা যেত না: PM মোদী)
আরও পড়ুন: অবশেষে ষষ্ঠ ব🌳েতন কমিশনের কর্মীদের ডিএ বাড়াল রাজ্♌য, তবে হাতে আসবে না বকেয়া
প্রধানমন্ত্রী আরও বলেন, 'আজ দেশে ১০ কোটি লাখপতি দিদি আছেন। বিভিন্ন গ্রামে উদ্যোগী হয়ে নিজেদের ব্যবসা চালাচ্ছেন তাঁরা। কয়েকদিন আগে এক গ্রামীণ মহিলার সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। সেই মহিলা আমাকে জানান যে কীভাবে তিনি একটা ট্র্যাক্টর কিনেছেন এবং তা থেকে নিজের উপার্জনের মাধ্যমে গোটা পরিবারের আয় বাড়িয়েছেন তিনি। সেই মহিলা নিজের গোটা পরিবারের জীবন বদলে দেন। যখন দেশের মধ্যবিত্ত ঝুঁকি নিতে শুরু করে দেয়, তখন বদল চোখে পড়ে। আজ দেশে সেটাই আমরা দেখতে পাচ্ছি।' (আরও পড়ুন: মাথায় আদানির বকেয়ার বোঝা♏, ভারꦇতের সাহায্যে নেপাল থেকে বিদ্যুৎ আমদানি বাংলাদেশের)
আরও পড়ুন: পাকিস্ত💜ানে নানকানা সাহিবে যাওয়ার পথে নৃশংস ভাবে খুন হিন্দু তীর্থযাত্রী!
এদিকে দেশের অর্থনীতির বিষয়ে বলতে গিয়ে আজ মোদী দাবি করেন যে ২০১৪ সালে দেশের কেন্দ্রীয় বাজেট ছিল প্রায় ১৬ লক্ষ কোটি টাকা। এবং আজ তা ৪৮ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। তিনি উল্লেখ করেছেন যে দেশে মূলধন ব্যয় ১১ লক্ষ কোটি টাকারও বেশি। নতুন স্কুল, গবেষণা কেন্দ্র এবং রেল খাতে বেশি বেশি করে ব্যয় করা হচ্ছে এবং জনসাধারণের অর্থও নাকি বাঁচাচ্ছে তাঁর সরকার। (আরও পড়ুন: রানওয়ের পাশে অকেজো ট্র্যাকౠ্টর, কলকাতা থেকে উড়ে যাওয়া বিমানের অবতরণে বিলম্ব)
আরও পড়ুন: ক্লডিয়াস-নীরজদের ভুলে ব🎉সলেন মমতা? বললেন, 'ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি'
এদিকে ঘরে ঘরে গ্যাস সংযোগ পৌঁছে দেওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী বলেন, 'একটা সময় ছিল যখন এলপিজি গ্যাস অনেকের কাছেই স্বপ্ন ছিল। তখন সরকার এই ইস্যুতে বিতর্ক করত। আর আমাদের সরকার প্রতিটি বাড়িতে গ্যাস সংযোগ প্রদানকে অগ্রাধিকার দিয়েছিল। ২০১৪ সালে, ১৪ কোটি গ্যাস সংযোগ ছিল। এবং আজ এখন তা ৩০ কোটির বেশি। আমরা কখনই গ্যাসের ঘাটতির কথা শুনি না।' এদিকে শৌচালয় নির্মাণ নিয়ে মোদী বলেন, 'আমাদের দেশে, আমরা টয়লেট তৈরির মিশন হাতে নিয়েছিলাম। এই প্রকল্পটি মর্যাদা ও নিরাপত্তা প্রদান করেছে। এটি শুধুমাত্র স্যানিটেশনের উন্নতিতে সাহায্♕য করেনি, অর্থনীতিকেও বাড়িয়েছে। মানুষের জন্য চাকরি তৈরি করেছে।'