১৫ অগস্ট দিনটির উল্লেখই হোক বা স্বাধীনতা দিবসের উল্লেখ কোনও কথা প্রসঙ্গে উঠলেই তা বিশ্বের যেকোনও কোণে বসবাসকারী ভারতীয়কেই আলাদা করে ছুঁয়ে যায়। দেশের স্বাধীনতা দিবস, প্রতিটি ভারতীয়ের কাছে আবেগের অপ♛র নাম। যে স্বাধীনতা দিবসের সকালে দিকে দিকে দেশমাতৃকার বন্দনার নানান ধ্বনি ধ্বনিত হয়। যে স্বাধীনতা দিবস মানেই, সসম্মানে উত্তোলিত জাতীয় পাতাকা ঘিরে দিকে দিকে উৎসবের আমেজ। যে স্বাধীনতা দিবস মানেই, জাতীয় সঙ্গীত ফের একবার ছুঁয়ে যাবে মনের গভীর। এই জাতীয় সঙ্গীত ঘিরেই স্বাধীনতা দিবসের প্রাক্কালে উঠে এল গ্র্যামি পুরস্কার জয়ী সঙ্গীতশিল্পী রিকি কেজের একটি উপস্থাপনা।
গ্র্যামি পুরস্কার বিজয়ী রিকি কেজ তাঁর টুইটার পোস্টে তুলে ধরেছেন ভারতের জাতীয় সঙ্গীত ঘিরে তাঁর অনবদ্য উপস্থাপনা। ১০০ টি ব্রিটিশ অর্কেস্ট্রাকে সঙ্গে নিয়ে রাজকীয়ভাবে তিনি পেশ করেছেন ভারতের জাতীয় সঙ্গীতকে। গোটা রেকর্ডিংয়ের ভিডিয়ো তিনি প্রকাশ্যে এনেছেন। টুইট করেছেন সেই ভিডিয়ো। ১০০ সদস্যের ব্রিটিশ রয়্যাল ফিলহারমোনিক অর্কেস্ট্রা সহযোগে তিনি তুলে ধরেছেন জাতীয় সঙ্গীতকে। অনবদ্য এই সঙ্গীতের মূর্ছনা গোটা বিশ্বের যেকোনও ভারতীয়কে ছুঁয়ে যেতে বাধ্য। লন্ডনের তাবড় অ্যাবে রোড স্টুডিয়ো থেকে এই সঙ্গীতের রেকর্ডিং করেছেন রিকি। উপস্থাপনার শেষ অংশে♏র ‘জয় হে’-র সুর যেন শরীরের সঙ্গে মননেও দোলা লাগিয়ে যায়! রিকি নিজে এই ভিডিয়ো শেয়ার করেছেন। আর সেখানেও রয়েছে 'জয় হে'র বার্তা। জাতীয় সঙ্গীত ঘিরে এই উপস্থাপনা, বিশ্বে প্রথমবার এতবড় কোনও অর্কেস্ট্রার সঙ্গে হল।
রিকি লিখছেন,'আমি এই স্বাধীনতা দিবসে আপনাদের প্রত্যেꦰকের সাথে এই ঐতিহাসিক রেকর্ডিং শেয়ার করছি – এটি ব্যবহার করুন, শেয়ার করুন এবং দেখুন, কিন্তু সম্মানের সঙ্গে, এটি এখন আপনার। জয় হিন্দ।'৬০ সেকেন্ডের এই ভিডিয়ো ভারতীয়দের উদ্দেশে একটি উপহার বলে উল্লেখ করেছেন রিকি। লন্ডনের অ্যাবে রোড স্টুডিওতে বিশ্বের সবচেয়ে বৃহৎ অর্কেস্ট্রা সঙ্গে নিয়ে রিকির এই উপস্থাপনা গোটা বিশ্বে সমাদৃত হচ্ছে। আর তা আলাদা করে প্রাসঙ্গিক হয়ে উঠছে ১৫ অগস্টের প্রাক্কালে।