জলসীমায় এবার আরও শক্তি বাড়াচ্ছে ভারতীয় নৌসেনা। শত্রুদের বুকে কাঁপুনি ধরꦕাতে এবার ফ্রান্স থেকে ২৬ টি মেরিন কমব্যাট এয়ারক্রাফ্ট নিয়ে আসছে ভারত। এই বিষয়ে চুক্তি সম্ভবত পরের মাসেই হতে চলেছে বলে আভাস দিয়🎶েছেন নৌসেনার প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। বার্ষিক নৌসেনা দিবসে এক প্রেস কনফারেন্সে একথা বলেন, দীনেশ কে ত্রিপাঠি।
নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী বলেন,'রাফাল মেরিন নিয়ে সমঝোতা চূড়ান্ত পর্যায়ের খুবই কাছাকাছি চলে গিয়েছে। শুধু ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি-তে এটি নিয়ে যাওয়ার অপেক্ষা। যেহেতু এটি সরকার থেকে সরকারের ডিল, তাই এটা নিয়ে বেশি সময় লাগবে না।' নৌসেনার জন্য আসা এই এয়ারক্রাফ্টগুলি বহু পর্যায়ের আলোচনা সমঝোতার পর দামের দিক থেকেও কিছুটা কাটছাঁট হচ্ছে বলে খবর। উল্লেখ্য, ২০১৬ সালে ৩৬ টি রাফাল বিমান ভারতে আসে ফ্রান্স থেকে। সেই বিপুল পরিমাণ রা💖ফাল বিমান কেনার পর এবার এই ২৬ টি রাফাল মেরিন এয়ারক্রাফ্ট ভারতের সেনার শক্তিকে আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে। তবে এবারে যে রাফাল আসতে চলেছে, তা নিয়ে বেশ কিছু ‘মডিফিকেশন’ (অদল বদল) নিয়ে অনুরোধ করেছে ভারতীয় নৌসেনা। যে ‘মডিফিকেশন’ এর কথা ভারত বলেছে, তার মধ্যে জেট-গুলিতে উত্তম ব়্যাডার লাগানোর কথা বলা হয়েছে। তবে এই উত্তম ব়্যাডার লাগাতে আরও ৮ বছর সময় লাগতে পারে। আর তা দামিও হতে পারে। আর তা নিয়ে ফের আলোচনা হতে পারে।
এছাড়াও ওই যুদ্ধবিমানে ভারতের দেশের মাটিতে তৈরি কিছু হাতয়ার সংযুক্ত করার কথা বলেছে ভারত। এই অস্ত্রের মধ্যে রয়েছে, রুদ্রম অ্যান🥀্টি রেডিয়েশন মিসাইল, অস্ত্র- বিয়ন্ড ভিসুয়াল রেঞ্জ মিসাইল। এই অস্ত্রগুলি রাফাল মেরিন এয়ারক্রাফ্টে যুক্ত হলে তা আরও শক্তিশালী হয়ে উঠবে। নৌসেনার শক্তিকে বাড়িয়ে নিতে, ৬২ টি যুদ্ধ জাহাজ ও সাবমেরিন বর্তমানে দেশের মাটিতে তৈরি হচ্ছে। যা পরে নৌসেনায় যুক্ত হবে। আগামী বছরের মধ্যে একটি যুদ্ধজাহাজ নৌসেনায় সংযুক্ত হবে, বলে মনে করা হচ্ছে। নৌসনা বলছে, ‘আমরা বাহিনীতে বিশেষ প্রযুক্তি অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা দ্বিগুণ করেছি’।