ডায়নাপুত্র হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মর্কেল সদ্য় এক ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন গাড়ি ধাওয়া কাণ্ডে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাস্তায় তাঁদের গাড়িকে লক্ষ্য করে ধাওয়া করতে থাকে পাপারাজ্জিদের গাড়ি। ঘটনা অনেককেই মনে করিয়ে দিয়েছে ১৯৯৭ সালে ডায়নার মৃত্যুর ঘটনা। এদিকে, পাপারাজ্জিদের গাড়ি তাড়া করলেও হ্যারি ও মেগানের গাড়ির চ🐲ালক অত্যন্ত ঠান্ডা মাথায় বুদ্ধিমত্তার সঙ্গে গাড়ি চালিয়ে অপ্রীতিকর পরিস্থিতি থেকে বাঁচিয়ে ফেলেন গাড়িকে। আর এই গাড়ির চালক একজন ভারতীয় বংশোদ্ভূত। নাম সুখচরণ🔜 সিং।
১৯৯৭ সালের ৩১ অগাস্ট। ব্রিটিশ রাজবধূ সেদিন প্যারিসের রাস্তায় বন্ধু ডোডির সঙ্গে গাড়িতে ছিলেন। তাড়া করেছিল পাপারাজ্জি। গাড়ির ধাওয়া থেকে বাঁচতে আরও জোর চলে ডায়নার গাড়ি। শেষ রক্ষা হয়নি। পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ডায়নার। এরপর ২০২৩ সালে ডায়নাপুত্র হ্যারি। যুক্তরাষ্ট্রে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে ফেরার পথে তাঁদের তাড়া করে পাপারাজ্জির গাড়ি। এবার অল্প সময়ের জন্য হলেও চালকের আসনে ছিলেন সুখচরণ সিং। সুখচরণ নামের ওই ক্যাব চালক ঘটনার দিন রাতে ১০ মিনিট চালিয়েছিলেন গাড়ি। পাপারাজ্জিদের হাত থেকে বাঁচতে ওই ক্যাবে ওঠেন হ্যারি মেগান। সুখচরণ বলছেন, খুব অল্প সময়ের জন্য হলেও দম্পতিকে খুব ভীত বলে মনে হয়েছে। মিডটাউন ম্যানহ্যাটেনের এক পুলিশ স্টেশন থেকে ওই ক্যাবে ওঠেন হ্যারিরা। সুখচরণ বলছেন, ‘তখন আমি ৬৭ নম্বর সড়ক দিয়ে যাচ্ছিলাম। আর তখনই আমাকে রোখেন এক নিরাপত্তারক্ষী। এরপর কী ঘটেছে, তা আপনারা জানেন। প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান আমার গাড়িতে ওঠেন।♚ একটি ময়লার গাড়ির সামনে আমরা আটকে পড়ি। তখনই পাপারাজ্জিরা ছবি তুলতে শুরু করেন।’
সুখ🍸চরণ বলছেন, ‘বেশ ভীত মনে হচ্ছিল তাঁদের। মনে হচ্ছিল, তাঁদের সারাদিন ধাওয়া করা হয়েছ༒ে।’ তাঁরা ঘাবড়ে গিয়েছিলেন বলেও ব্যাখ্যা করছেন সুখচরণ। উল্লেখ্য, পাপারাজ্জিরা এমন ভাবে হ্যারিদের তাড়া করেছিল যে বহু দুর্ঘটনা পুলিশের সঙ্গে প্রায় সংঘর্ষই হয়ে যাচ্ছিল। জানা যায়, নিউ ইয়র্কের রাস্তায় টানা ২ ঘণ্টা ধরে পাপারাজ্জিদের তাড়ার শিকার হয়েছেন ডিউক অফ সাসেক্স হ্যারি ও তাঁর স্ত্রী ডাচেস মেগান।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেক🌱েও। এবার HT App বাংলায়। HT🌊 App ডাউনলোড করার লিঙ্ক