বাংলা নিউজ > ঘরে বাইরে > Jaishankar on Chinese Debt Trap: চিনা 'ফাঁদ' থেকে সতর্ক থাকুন, ভারত মহাসাগরের দেশগুলিকে সতর্কবার্তা জয়শংকরের
কয়েক মাস আগেই পাকিস্তানকে ৭০০ মিলিয়ন ডলার 'অর্থসাহায্য' করেছিল চিন। এর আগে এভাবেই 'অর্থসাহায্য'-র নাম করে শ্রীলঙ্কাকে টাকা দিয়েছিল চিন। সঙ্গে শ্রীলঙ্কার বিভিন্ন প্রকল্পে বিনিয়োগও করেছিল বেজিং। চিনের সেই 'সাহায্যের' ঠেলাতেই পরবর্তী কালে পঙ্গু হয়ে গিয়েছিল শ্রীলঙ্কার অর্থনীতি। এই আবহে ভারত মহাসাগরের দেশগুলিকে নিয়ে অনুষ্ঠিত সম্মেলনে 'ঋণের ফাঁদ' নিয়ে সতর্ক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। সরাসরি চিনের নাম না নিয়েই জয়শংকর বলেন, 'অনেক দেশিই অপ্রয়োজনীয় প্রকল্পে বিনিয়োগ করে লুকোনো স্বার্থে।' (আরও পড়ুন: লাইনচ্যুত হয় ২১টি কামরা, নর্থ-ইস্ট এক্সপ্রেস দুর🍌্ঘটনায় আরও বাড়𒉰ল মৃতের সংখ্যা)