আর্থিক তথ্য চেয়েও লাভ হয়নি। কোনও সহায়তাই করেনি সংস্থা। আর সেই কারণে শেষ পর্যন্ত প্রপটেক স্টার্টআপ 4B নেটওয়া꧙র্কের ফরেনসিক অডিট শুরু করার ঘোষণা করল বিনিয়োগকারী সংস্থা ইনফো এজ।
ইনফোএজ জানিয়েছে, রাহুল যাদবের 4B নেটওয়ার্কের কাছে বারবার টাকাপয়সার হিসাব চাওয়া হয়েছে। কিন্তু কোনও সদুত্তর মেলেনি। সেই কারণেই শেষমেশ এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আরও পড়ুন: অবশেষে লাভের মুখ দেখল Swiggy!
রাহুল যাদব ভারতের স্টার্টআপ সেক্টরের সুপরিচিত মুখ। Housing.com প্রতিষ্ঠাতা তিনি। কিন্তু বিন༒িয়োগকারীদের সঙ্গে বারবার জনসমক্ষে বিবাদের জেরে নিজের সংস্থাতেই পদ হারান। 4B নেটওয়ার্ক শুরুর আগে Anarock-এও কাজ করেন তিনি।
ইনফো এজ-এর পাশাপাশি, তাদের সাবসিডিয়ারি Allcheckdeals India-ও 4B নেটওয়ার্কে বিপুল তহবিল বিনিয়োগ করেছে। এক স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে এমনটাই জানিয়েছে তারা। তহবিলের অঙ্♏ক প্রায় ২৮৮ কোটি টাকা। এর মধ্যে ২৭৫ কোটি টাকা শেয়ারে বিনিয়োগ। বাকি ১২ কোটি টাকা ঋণের ফিন্যান্সিং।
ইনফো এজ সাম্প্রতিক স্টক ফাইলিংয়ে জানিয়েছে আর্থিক লেনদᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚেনের বিবরণ, সংশ্লিষ্ট পক্ষের লেনদেন এবং 4✨B নেটওয়ার্কের বর্তমান ম্যানেজমেন্টের বিভিন্ন দিকের বিষয়ে তথ্য চেয়ে পাঠানো হয়েছিল। যেহেতু শর্তসাপেক্ষে ইনফো এজ এত টাকার বিনিয়োগ করেছে, সেহেতু 4B নেটওয়ার্ক আইনত পূর্বে উল্লিখিত সমস্ত বিবরণ দিতে বাধ্য বলে উল্লেখ করেছে ইনফো এজ। কিন্তু সেই তথ্য দিতে তারা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে বিনিয়োগকারী সংস্থা।
'4B নেটওয়ার্ক বারবার ♔AIPL-কে এই তথ্য প্রদানে ব্যর্থ হয়েছে। কিছু ক্ষেত্রে কোম্পানি তথ্য প্রদানের অনুরোধে সাড়াও দেয়🐲নি,' ফাইলিংয়ে উল্লেখ করা হয়েছে।
'ফলস্বরূপ, AIPL শেয়ারহোল্ডারদের চুক্তি এবং 4🌺B নেটওয়ার্কের উপর নিজেদের চুক্তিগত অধিকার ব্যবহার করছে। আর সেই কারণে 4B নেটওয়ার্কের একটি ফরেনসিক অডিট শুরু করছে। ফরেনসিক অডিটর হিসাবে Deloitte Touche Tohmatsu India LLP-কে নিয়োগ করা হচ্ছে,' বলা হয়েছে ফাইলিংয়ে।
এর আগের ত্রৈমাসিক রিপোর্টে, ইনফো এজ 4B নেটওয়ার্কে তাদের বিনিয়োগ এবং ঋণের টাকা সম্পূর্ণরূপে আটকে আছে বলে উল্লেখ করে। কারণ হিসাবে বলা হয়, 'অতিরিক্ত টাকা খরচ, লিকুইডিটির সমস্যা এবং ফান্ডিংয়ের অনিশ্চয়তা রয়েছে।' আরও পড়ুন: সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন বেচেই ২০০ কোটি টাকার ব্যবসা! বাজিমাত দু🐎ই তরুণের
এই খবরটি আপনি পড়তে পারেন HT App💝 থেকেও🍸। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক