সদ্য ভারতের ‘অপারেশন সিঁদুর’এ কুপোকাত পাকিস্তান। তারই মাধে পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে পাক বিদেশমন্ত্রী ইশহাক দার দাবি করেছেন, ভারতের যুদ্ধ🐎বিমানকে তাক করতে তারা চিনের জে ১০-সি যুদ্ধবিমান নিয়ে হামলা প্রতিহত করে। এদিকে, এই বিষয়ে পাকিস্তানের ‘সব মরশুম’র বন্ধু চিনকে জিজ্ঞা💦সা করা হলে,চিন জানায়,' তারা বিষয়টির সঙ্গে অবগত' নয়।
পাকিস্তানের মন্ত্রীর বক্তব্য আর চিনের বক্তব্য, দুই মিলিয়েই প্রশ্ন উঠছে, আদৌ কি, চিনের যুদ্ধ বিমানকে ব্যবহার করেছে পাকিস্তান? তার থেকেও বড় প্রশ্ন, ভারতীয় যুদ্ধ বিমানকে পাল্টা প্রত্যাঘাত করার যে দাবি ইসলামাবাদ করছে, সেটাও কি আদৌ সত্য? সদ্য বুধবার রাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীর সহ পাকিস্তানের ভিতর একাধিক জঙ্গি শিবিরে হামলা করেছে ভারত। পাকিস্তানের দাবি, তারা ভারতের সেই হামলাকে প্রতিহত করতে চিনের যুদ্ধবিমান ব্যবহার করেছে। এদিকে, এই বিষয়ে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান সদ্য এক প্রেস ব্রিফে যোগ দেন। সেখান থেকে তিনি পাকিস্তানের এই চিনা যুদ্ধবিমান ব্যবহার নিয়ে বলেন,' এই বিষয়ে অবগত নই।' এছাড়াও তারা ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নিয়ে তিনি বলেন,' চিন বিরোধিতা করছে সব ধরনের সন্ত্রাসবাদ। আমরা দুই পক্ষকে শান্তি ও স্থিতাবস্থার বৃহত্তর স্বার্থে বাকি কোনও জটিল পরিস্থিতি যাতে তৈরি না হয়, তার জন্য বিরত 💝থাকতে হবে।' জিয়ান বলছেন,' আমরা আশা করব যে ভারত ও পাকিস্তান শান্ত থাকবে। আর আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে।'
( দেবগুরু খু💛ব শিগ💦গিরই যাচ্ছেন অস্ত, কবে ঘটবে? সমৃদ্ধির বন্যা বৃষ সহ ৩ রাশিতে)
( দেবগুরু খুব শিগཧগিরই যাচ্ছেন অস্ত, কবে ঘটব🀅ে? সমৃদ্ধির বন্যা বৃষ সহ ৩ রাশিতে)
( ‘জঙ্গিদের রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টী বোধহয় পাকিস্ত💯ানে প্রচলিত!’ মিশ্রির কটাক্ষবাণ ইসলামাবাদকে)
এদিকে, পাকিস্তান যে দাবি করছে যে, তারা ভারতের 𒁏রাফাল উড়িয়ে দিয়েছে, তা নিয়ে পিআইবির ফ্যাক্টচেক সামনে এসেছে। পিআইবি জানিয়েছে, যে একটা পুরনো ছবি দেখিয়ে সেটাকে তুলে ধরে দাবি করা হ𒈔চ্ছে যে, বাহাওয়ালপুরে ভারতের রাফালের বিমান অপারেশন সিঁদুরের সময় নামিয়ে দেওয়া হয়েছে।