আদানি কাণ্ডে যৌত সংসদীয় কমিটির তদন্তের দাবিতে ২৬৭ বিধির অধীনে মুলতুবি প্রস্তাব আনলেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে এই নিয়ে চিঠি লিখেছেন খাড়গে। আদানি ঘুষকাণ্ড ছাড়াও শেয়ার কারচুপি, ট্যাক্স কারচুপির মতো অবিযোগের তদন্তের দাবিও জানানো হয়েছে খাড়গের তরফ থেকে। এদিকে সেবি নিয়েও আলোচনার দাবি জানিয়েছেন খাড়গে। উল্লেখ্য, আজ থেকে সংসদে শুরু হয়েছে শীতকালীন অধিবেশন। এই আবহে আজ সকালেই খাড়গের ঘরে বিরোধী দলের সাংসদদের বৈঠক হয়। সেই বৈঠকের ছবি পোস্ট করেন। (আরও পড়ুন: ভারত-মার্কিন চুক্তি✅র জের,এভাবে হুট করে আদানিকে তলবের নোটিশ পাঠাতে পারে না🍌 US SEC)
আরও পড়ুন: ওয়াকফ ন💃িয়ে মোদীকে তোপ, NDA শরিকদের সঙ্গ চাইলেন জমিয়ত উলামা-ই-হিন্দের সভাপতি
নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি খাড়গে লেখেন, 'আজ থেকে সংসদের অধিবেশন শুরু হবে। এই আবহে রারের প্রথম পক্ষেপ হওয়া উচিত আদানি ইস্যুতে বিস্তারিত আলোচনা করা। কারণ এই ঘটনা বিশ্বমঞ্চে ভারতের ভাবমূর্তি নষ্ট করতে পারে। আজ ইন্ডিয়া ব্লকের সাংসদরা আদানি ইস্যুতে আলোচনার জন্যে দাবি জানাবে। হাজার হাজার বিনিয়োগকারীর কষ্টার্জিত উপার্জন প্রশ্নের মুখে। আমরা চাই না দেশে কোনও মোনোপলি চলে বা কোনও মাফিয়া আমাদের দেশ পরিচালনা করুক। আমরা চাই প্রাইভেট সেক্টরে যেন সুস্থ প্রতিযোগিতা থাকে। এর ফলে সবাই সমান সুযোগ পাবেন। কর্মসংস্থান বাড়বে। সম্পদের বণ্টনে আরও সাম্যতা আসবে। ভারতের উদ্যোগী স্পিরিট এতেই উজ্জীবিত হবে।' (আরও পড়ুন: 'মানুষ প্রত্যাখ্যান করেছে', বিরোধীদের তোপ দেগে 'হিসেব' রাখার বার্তা মোদী𓂃🦩র)
আরও পড়ুন: দল হা♊রানোর পর এবার পরাজয় ভোটেও, নির্বাচনী ভাইপো অজিতের ফল নিয়ে অকপট শরদ প✅াওয়ার
উল্লেখ্য, ভারতের সরকারি আধিকারিকদের ২৬.৫ কোটি ডলারের ঘুষের প্রস্তাব দেওয়া অভিযোগ উঠেছে আদানির বিরুদ্ধে। এই আবহে মার্কিন মুলুকে একটি মামলায় ভাইপো সহ অভিযুক্ত হয়েছেন ধনকুবের গৌতম আদানি এবং তাঁর ভাইপো সহ বেশ কয়েকজন ভারতীয় ব্যবসায়ীর। রিপোর্ট অনুযায়ী, মার্কিন বিনিয়োগকারীদের প্রতারণা এবং কর্মকর্তাদের ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ এনে আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে অভিযোগ এনেছে মার্কিন বিচার বিভাগ এবং মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এই আবহে আদানিকে পাঠানো এসইসি-র তলবের নোটিশে লেখা হয়েছে, এতে সাড়া না দিলে এমনিতেই অভিযুক্তদের বিরুদ্ধে বিচারে তা গণ্য করা হবে। (আরও পড়ুন: নতুন মুখ🍨্যমন্ত্রী পাবে মহারাষ্টꩲ্র! BJP-র হয়ে সওয়াল অজিত পাওয়রের NCP-র)
আরও পড়ুন: আজ তৈরি হবে গভীর নিম্নচা⭕প, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পরপর বৃষ্টির পূর্বাভাস
আদানির বিরুদ্ধে অভিযোগ, ভারতীয় আধিকারিকদের ঘুষের প্রস্তাব দিয়ে কয়েক বিলিয়ন ডলারের চুক্তি করেছিল তারা। এরই মাধ্যমে আমেরিকা এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বিভ্রান্ত করে তারা টাকা তুলেছিল বাজার থেকে। দাবি করা হয়েছে, ২০২১ সালের জুলাই এবং ২০২২ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ভারতীয় সরকারি আধিকারꩲিকদের ঘুষ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল আদানি গোষ্ঠী। ভারতীয় কর্মকর্তাদের ২৫ কোটির ডলারেরও বেশি ঘুষের প্রস্তাব দিয়ে সৌরশক্তি সরবরাহের লাভজনক চুক্তি পেয়েছিল আদানি। এই চুক্তিগুলো থেকে ২০ বছরে ২০০ কোটি ডলারের বেশি মুনাফা অর্জনের আশা করা হয়।