আওয়ামি লিগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে যদি প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস বাধা হয়ে দাঁড়ান, তাহলে তাঁর সঙ্গেই যুদ্ধ হবে বলে মন্তব্য করলেন জাতীয় নাগরিক পার্টির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। এর আগে ইউনুসের মতের বিপক্ষে গিয়ে মুখ খুলেছিলেন তাঁর সরকারেরই উপদেষ্টা মাহফুজ আলম। আর এবার সরাসরি ইউনুসের নাম নিয়েই বিস্ফোরক মন্তব্য করে বসেছেন নাহিদ ইসলামের দলের শীর্ষস্থানীয় নেতা। (আরও পড়ুন: 💛জাল আধার-প্যান বানিয়ে দিল্লিতে ধৃত পশ্চিমবঙ্গের ৩ সহ ৮ চক্রী,জালে বহু বাংলাদেশি)
আরও পড়ুন: 🔯মোদী-ইউনুস বৈঠক নিয়ে বাংলাদেশের অনুরোধ নিয়ে কী ভাবছে ভারত, জানালেন জয়শংকর
আওয়ামি লিগকে নিষিদ্ধ করা হবে না বলে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস যে মন্তব্য করেছেন, সেই বিষয়ে নাসিরউদ্দিন বলেন, 'আওয়ামি লিগকে নিয়ে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, এটার সঙ্গে আমরা সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। প্রধান উপদেষ্টা হোক বা যে কেউ হোক, যে আওয়ামি লিগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে বাধা দেবে, তাঁদের সঙ্গে আমাদের যুদ্ধটা হবে। সেখান থেকে আমরা একটুও পিছপা হব না।' (আরও পড়ুন: ꦿ'ইউনুস বনাম ওয়াকার'-এর মধ্যে বাংলাদেশি সেনাপ্রধানকে সরানো নিয়ে মুখ খুললেন সারজিস)
আরও পড়ুন: 🃏'নগ্ন... নোংরা...', বাংলাদেশ সেনাকে নিয়ে বোমা ফাটালেন 'বিপ্লবী' NCP নেতা
𓆏পরে নাসিরউদ্দিন পাটোয়ারি আরও বলেন, 'গণঅভ্যুত্থানের দুটি লড়াই বাকি রয়েছে। একটি হল সংস্কারপ্রক্রিয়া; অপরটি আওয়ামি লিগকে নিষিদ্ধ করা ও তাদের নিবন্ধন বাতিল করা। বাংলার মাটিতে যারা আমাদের দুই হাজার ভাই ও বোনকে শহিদ করেছে, আহত করেছে, আমরা তাদের বিচারপ্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে চাই। আগামী নির্বাচনে আওয়ামি লিগের অংশগ্রহণের কোনও সুযোগ নেই।'
𒅌এর আগে সম্প্রতি এই ইস্যুতেই নাহিদ বলেছিলেন, 'সম্প্রতি সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস বলেছেন যে আওয়ামি লিগকে নিষিদ্ধ করার কোনও পরিকল্পনা তাদের নেই। আমরা তাঁর এই বক্তব্যের নিন্দা জানাচ্ছি।' নাহিদদের দাবি, নির্বাচনের সময় আওয়ামি লিগের নিবন্ধন বাতিল করতে হবে। নাহিদ বলেন, 'জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার চাই। খুনিদের বিচারের কার্যক্রমে গতি দেখতে চাই। আওয়ামি লিগের দল মতাদর্শ ও মার্কার বিরুদ্ধে জনগণ ৩৬ জুলাই (৫ অগস্ট) রায় জানিয়ে দিয়েছে।'
⛎আওয়ামি লিগকে ফেরানো নিয়ে ইউনুসের সঙ্গে দ্বিমত পোষণ করছেন মাহফুজ আলমও। সম্প্রতি এই ইস্যুতে মাহফুজ বলেছিলেন, 'আওয়ামি লিগ কোনও দেশীয় শক্তি নয় বরং এটি মূলত বিদেশ থেকে আসা একটি ‘প্রতিস্থাপিত শক্তি’। আওয়ামি লিগের সুতো দিল্লিতে ধরা হয় আর ঘুড়ি ওড়ে বাংলাদেশে। এই ঘুড়ি আর বাংলাদেশে উড়তে দেওয়া হবে না। আমরা আওয়ামি ফ্যাসিবাদের বিরুদ্ধে জয়লাভ করেছি। আমাদের মনে রাখতে হবে যে আমরা যে জয় অর্জন করেছি, তা রাজনৈতিক ও ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে অর্জিত হয়েছে। যদি আমরা ঐক্য বজায় না রাখি এবং রাজনৈতিকভাবে লড়াই চালিয়ে না যাই, তাহলে আওয়ামি লিগ আবার ফিরে আসবে।'
🌄এদিকে আওয়ামি লিগ নিয়ে ইউনুসের মন্তব্যের বিরোধিতায় ঢাকার রাস্তায় ফের আন্দোলন শুরু হয়েছে। একদিকে হেফাজতে ইসলামের মতো কট্টরপন্থী সংগঠন, অন্যদিকে এনসিপি এবং অন্যান্য ছাত্র সংগঠনগুলি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে। আওয়ামি লিগকে নিষিদ্ধ করার দাবিতে তারা অনড়। এহেন পরিস্থিতিতে আবার সেনা নাকি হস্তক্ষেপ করছে। এই সব মিলিয়ে ইউনুস যেন এখন কাঁটার সিংহাসনে বসে আছেন।