মসনদে বসার আগে ভারতের উত্তরপূর্ব রাজ্যগুলি নিয়ে 'হুঁশিয়ারি' দিয়েছিলেন। এমনকী সরকারের প্রধান হওয়ার পরও বাংলাদেশে চলতে থাকা ভারত বিরোধী কার্যকলাপ থামাননি। এহেন মহম্মদ ইউনুসের সুর বিগত কয়েক সপ্তাহ ধরে পালটে গিয়েছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী। এর আগেও অবশ্য নিউইয়র্কে মোদীর সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন ইউনুস। তবে তা সম্ভব হয়নি। আর আসন্ন বিমসটেক সম্মেলনের ফাঁকে ব্যাঙ্ককে ফের একবার মোদীর সঙ্গে একান্ত বৈঠকের আর্জি জানিয়েছেন ইউনুস। এই সবের মাঝে অবশ্য চিন সফর শুরু করছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। আর তাঁর সেই সফর শুরুর আগে বাংলাদেশের প্রেস সচিব শফিকুল আলম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করলেন, চিন সফরের আগে নাকি ইউনুস ভারত সফরে আসতে চেয়েছিলেন। (আরও পড়ুন: 'সব সদস্য প্রস্তুত', অভ্যুত্থান জল্পনার মাঝে বাংলাদেশি সেনা প্রধানে𒅌র বড় বার্তা)
আরও পড়ুন: অসুস্থ চিন্ময় প্রভু, 'হিন্দুদের শিক্ষা দিতে চাইছে?' প্র💟শ্ন কার্তিক মহারাজের
প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম দাবি করেছেন, চিন সফর চূড়ান্ত করার অনেক আগেই ভারত সফরে আসার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন ইউনুস। এই মর্মে দিল্লির কাছে বার্তও নাকি পাঠানো হয়েছিল। তবে সেই বিষয়ে কোনও সদর্থক সাড়া পায়নি ঢাকা। এদিকে বিমসটেকে সম্ভাব্য বৈঠক নিয়ে শফিকুল জানিয়েছেন, মোদীর সঙ্গে দেখা করতে চেয়ে অনেক আগেই দিল্লিকে বার্তা পাঠানো হয়েছে। তবে ব্যাঙ্ককে বৈঠকের বিষয়ে এখনও কিছু জানায়নি ভারত। (আরও পড়ুন: বাংলাদেশের কাছে বড় আর্জি মায়ানমারের 𒊎হিন্দুদের, শুনবেন কি ইউনুস?)
আরও পড়ুন: চিন সফরের আগে মহম্মদ ইউনুসকে বার্তা পাঠালেন নরে✤ন্দ্র মোদী, লিখলেন...
প্রসঙ্গত, আওয়ামি লিগকে নিষিদ্ধ করা হবে না বলে সম্প্রতি জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। আবার কয়েকদিন আগে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনুস বলেছিলেন, 'ভারতের সঙ্গে সম্পর্ক ভালো না থেকে উপায় নেই'। এদিকে দাবি করেছিলেন, সরকারে আসার পরই নাকি মোদীর সঙ্গে 'কথা' হয়েছিল তাঁর। অনেক বিশ্লেষকেরই মত, থাইল্যান্ডে আসন্ন বিমসটেক সম্মেলনে মোদীর সঙ্গে একান্ত সাক্ষাৎ করার জন্যেই 'সুর' নরম করেছেন ইউনুস। নয়ত যেই ইউনুস সরকারে আসার আগে ভারতকে 'সেভেন সিস্টার' নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন, তিনিই সম্প্রতি উত্তরপূর্ব ভারতের সঙ্গে যৌথ অর্থনীতি গড়ে তোলার কথা বলেছিলেন। (আরও পড়ুন: 'অভ্যুত্থান গুজবে' নাম থাকা বাংল♈াদেশি জেনারেল দেখা করলেন অভ্যুত্থানকারীদের সঙ্গে)
আরও পড়ুন: 'বিদেশের মাটিতে ভারত বিরোধীদের মারছে', RAW-কে নিষিদ্ধ করার দাবি মাཧর্কিন কমিশনের
উল্লেখ্য, প্রধানমন্ত্রী মোদী থাইল্যান্ডের ব্যাঙ্ককে ২ থেকে ৪ এপ্রিল বিমস্টেক (দ্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-স🀅েক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারেন। থাইল্যান্ডে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত সাক্ষাৎকার করতে চাইছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। এই বিষয়ে ঢাকার তরফ থেকে আনুষ্ঠানিক ভাবে অনুরোধ জানানো হয়েছিল দিল্লিকে। আর সম্প্রতি এই নিয়ে ভারতের বিদেশ বিষয়ক সাংসদীয় কমিটির কাছে মুখ খুলেছিলেন এস জয়শংকর। বার্তাসংস্থা পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, বিদেশ বিষয়ক সংসদীয় পরামর্শদাতা কমিটির বৈঠকে জয়🌠শংকর বলেন, ঢাকার অনুরোধ বিবেচনাধীন রয়েছে। এবার ব্যাঙ্ককে সেই সাক্ষাৎ সম্ভব হয় কি না, সেটাই দেখার।