গতকালই রিপোর্টে দাবি করা হয়েছিল, ৮ জুন নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো শপথ নিতে পারেন প্রধানমন্ত্রী পদে। তবে আজ আবার একাধিক রিপোর্টে দাবি করা হল, ৮ নয়, বরং আগের জল্পনা মতো ৯ জুনেই শপথ নিতে পারেন মোদী এদিকে মোদীর শপথের জন্য নিজের মুখ্যমন্ত্রী হিসেবে শপথের দিনক্ষণ 'পিছিয়েছেন' টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু। রিপোর্ট অনুযায়ী, তিনি নয়া সপ্তাহে ১২ জুন শপথ নিতে পারেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে। (আরও পড়ুন: যে যে রাজ্যে মোদী বেশি প্রচার করেছেন, সেখান💃েই ভরাডুবি হয়েছে বিজেপির, বলছে ত🔜থ্য)
আরও পড়ুন: হার ১৯ ম💫ন্ত্রীর, 🦄দাবি বেড়েছে শরিকদের, মোদী ৩.০-তে বদলাবে ক্যাবিনেটের চেহারা
আরও পড়ুন: ‘অগ্নিবীর স্কিমে বদল চাই’, UCC, ‘এক দেশ, এক ভোট’ নিয়ে সম💫র্থন দিয়ে শর্ত নীতীশের
এর আগে গতকাল 🌞দুপুর আড়াইটে নাগাদ রাষ্ট্রপতি ভবনে গিয়ে পদত্যাগ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রীতি মেনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ১৭তম লোকসভা ভেঙে দেওয়ার প্রস্তাব দিলেন তিনি। মোদীর পদত্যাগ পত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি। এই আবহে নয়া সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়ে যায়। এদিকে নতুন সরকার গঠন হওয়া পর্যন্ত মোদীকে দায়িত্ব সামাতে বলেন রাষ্ট্রপতি। এই আবহে মোদী বর্তমানে দেশের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: বুথ ফেরত সমীক্ষা দিয়ে শেয়ার বাজারে কারচুপি? প্র⭕শ্ন তুলে তদন্তের দাবি TMC সাংসদের
গতকাল দিল্লিতে গত সরকারের ক্যাবিনেটের বৈঠক ডাকা হয়েছিল। এরপর সংসদ বিষয়ক মন্ত্রী এই সংক্রান্ত ক্যাবিনেট নোট পাঠান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। সেই প্রস্তাব পেয়ে সপ্তদশ লোকসভা ভেঙে দেন রাষ্ট্রপতি। এদিকে নির্বাচন কমিশনের তরফ থেকে রাষ্ট্রপতিকে অষ্টাদশ লোকসভায় নির্বাচিন সাংসদদের পূর্ণাঙ্গ তালিকা দেওয়ার কথা। এরপর নয়া লোকসভা গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। রীতি অনুযায়ী, রাষ্ট্রপতি সর্ববৃহৎ ভোট পূর্ববর্তী জোটকে সরকার গঠনের আহ্বান জানাবেন। এই ক্ষেত্রে ২৯২টি আসন জেতা এনডিএ-কে সেই আমন্ত্রণ জানাবেন রাষ্ট্রপতি। এরপর লোকসভায় এনডিএ-কে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। এই সবের মাঝে ইন্ডিয়া জোট এনডিএ-তে ভাঙন ধরানোর চেষ্টা করতে পারে বলে ইঙ্গিত মিলেছে মল্লিকার্জুন খাড়গের গলায়। (আরও পড়ুন: 'বাংলা🐟য় সংগঠন শুয়ে পড়েছে', পদ ছাড়াই দলের হাল 𝓡ধরার বার্তা দিলীপ ঘোষের)
আরও পড়ুন: হারের পর ফোন আসেনি হাইকমান্ডেরꦺ, নতুন বাড়ি খুঁཧজতে দিল্লি যাচ্ছেন অধীর
এরই মাঝে বুধবার এনডিএ-র দলগুলি বৈঠকে বসবে দিল্লিতে। 🎀এই আবহে ক্যাবিনেট বণ্টন নিয়ে আলোচনা হতে পারে সেখানে। এর আগে সরকার গঠন নিয়ে খানিকটা জল্পনা ছিল। নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে নিজেদের দিকে টানতে চেয়েছিল ইন্ডিয়া ব্লক। এমনকী তেজস্বীর সঙ্গেই বিমানে করে দিল্লি যান নীতীশ। যারপরে জল্পনা আরও বাড়ে। তবে ওদিকে চন্দ্রবাবু সরাসরি জানিয়ে দেন, তিনি এনডিএ-তে আছেন। এদিকে এনডিএ-র বৈঠকে নীতীশ সহ এনডিএ-র সব দলই তাদের সমর্থনপত্র তুলে দেয় বিজেপির হাতে। মোদীকে জোটের নেতা হিসেবে নির্বাচিত করা হয়। এই আবহে শীঘ্রই জোটের তরফ থেকে রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি জানানো হবে।