ও অন অ্যারাইভাল ভিসার ক্ষেত্রে নিয়ম আরও শিথিল করল বাংলাদেশের অন্তবর্তী সরকার। এবার এই ভিসা পাওয়ার জন্য ভ্রমণকারীদের আর দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হবে না। মোবাইলে কয়েকবার ক্লিক করলেই অতি সহজে এই ভিসা পেয়ে যাবেন আবেদনকারীরা। এর জন্য একটি অ্যাপ চালু করল বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক। জানা যাচ্ছে, আগে অন অ্যারাইভাল ভিসা পাওয়ার ক্ষেত্রে যেখানে দীর্ঘ সময় লেগে যেত সেখানে এই অ্যাপের সাহায্যে অনেক কম সময়েই তা পাওয়া যাবে। মূলত সেই উদ্দেশ্যে এই অ্যাপটি চালু করা হয়েছে।
আরও পড়ুন: 🎐এখনও দিল্লিতেই আসতে হয় ভিসা বানাতে, ঢাকায় সেন্টার তৈরির জন্য EUকে কাতর অনুরোধ বাংলাদেশের
🍒বৃহস্পতিবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এই পরিষেবার সঙ্গে যুক্ত অ্যাপটি চালু করেন। তিনি জানান, অন-অ্যারাইভাল ভিসা পেতে সাধারণত প্রায় ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা সময় লাগে। যে অ্যাপ চালু করা হচ্ছে তা কার্যকর হলে তাদের অন অ্যারাইভাল ভিসা পেতে মাত্র ১০ মিনিট সময় লাগবে। জাহাঙ্গীর জানান, অনলাইনে তথ্য দিয়ে আবেদন করতে হবে এবং সমস্ত নথি ঠিকঠাক থাকলেই আবেদনকারীদের মোবাইলে একটি কোড চলে যাবে। এরপর ভ্রমণকারীরা বাংলাদেশে পৌঁছানোর পর কোডটি ব্যবহার করে এবং ডলারে পেমেন্ট সম্পন্ন করে অন অ্যারাইভাল ভিসা পেয়ে যাবেন।
༒জাহাঙ্গীর বৃহস্পতিবার অ্যাপটি চালু করার সময় বলেছেন, ‘এখন ব্যাঙ্কগুলি আদান প্রদানের ক্ষেত্রে কতটা সময় নেই তারপরই সবকিছু নির্ভর করছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই আদান প্রদানের ক্ষেত্রে খুব বেশি হলে ৫ থেকে ১০ মিনিট সময় লাগবে।’ তিনি জানিয়েছেন, এই ধরনের ভিসা ৩০ দিনের জন্য উপলব্ধ থাকবে এবং কার্ড ও নগদ অর্থের মাধ্যমে অর্থ প্রদান গ্রহণ করা হবে। তবে সব দেশের নাগরিকরা এই সুবিধা পাবেন না বলেই উল্লেখ করেছেন উপদেষ্টা। তিনি জানান, অন-অ্যারাইভাল ভিসা শুধুমাত্র সেইসব দেশের জন্য প্রযোজ্য যাদের সঙ্গে বাংলাদেশের চুক্তি আছে। অন্যান্য দেশের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুমতি প্রয়োজন হবে।
ꦅএদিকে, পাসপোর্ট প্রদানের ক্ষেত্রেও নিয়ম শিথিল করার কথা ভাবছে বাংলাদেশ সরকার। সেক্ষেত্রে বাংলাদেশ সরকার পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাদ দেওয়ার কথা চিন্তাভাবনা করছে। প্রক্রিয়াটি কতটা মসৃণ করা যায় তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, ‘আমরা পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা সম্পূর্ণরূপে বাতিল করার চেষ্টা করব।’ তবে যাচাইকরণের প্রয়োজনীয়তা নির্ধারণে কত সময় লাগতে পারে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা বলতে পারি না যে এটি সঙ্গেসঙ্গে পাওয়া যাবে। তবে কিছুটা সময় লাগবে।’