শুক্রবারের রাতে ভারতের পাকিস্তান সীমান্ত ঘেঁষে একের পর এক ড্রোনে হামলা চালাতে শুরু করে পাকিস্তান। চেনা মেজাজে রাতের আকাশে ধেয়ে আসা সেই ড্রোনকে এস ৪০০ দিয়ে প্রতিহত করে ভারতীয় সেনা। এরপর জবাবি অপারেশনে নামে ভারতীয় সেনা। বেশ কিছু রিপোর্ট দাবি করছে, পাকিস্তানের রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেস সম্পূর্ণ গুঁড়িয়ে গিয়েছে। প্রায় তছনছ লাহোরের বহু জায়গা।
এদিকে, জানা যাচ্ছে, শুক্রবারে পাকিস্তানের হামলার জবাব গভীর রাতেই ভারত দিয়েছে সিন্ধুর ওপারের দেশকে। পাকিস্তানের লাহোর, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডির একাধিক জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। মিডিয়া রিপোর্ট বলছে, পাকিস্তানে ৫ টি শহরে ভারতের পাল্টা জবাবি হামলা চলেছে। লাহোর, ইসলামাবাদ, শোরকোট, ঝাং, রাওয়ালপিন্ডি এর মতো শহর এই মুহূর্তে বিধ্বস্ত। এদিকে, এক রিপোর্ট দাবি করছে খোদ পাকিস্তানি সেনা জানিয়েছে তাদের রাওয়ালপিন্ডি এয়ারবেস গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় মিসাইল। এই অবস্থায় কুঁকড়ে গিয়েছে পাকিস্তান! তথ্য বলছে, পাকিস্তান তার আকাশপথ ১০ মে পর্যন্ত বন্ধ রেখেছে। সেখান দিয়ে ১০ মে পর্যন্ত কোনও বিমান চলাচল করবে না বলে খবর। ১০ মে রাত ভোর ৩.৪৫ মিনিট থেকে পাকিস্তানের আকাশসীমার পথ বন্ধ হয়। আর তা ১০ মে রাত ১২ টা পর্যন্ত লাগু থাকবে।
( এক কাশ্মীরি পণ্ডিত, দুই মহিলা সেনা অফিসার… অপারেশন সিঁদুরের PC দিল ইঙ্গিতবহ বার্তা?)
( পাকিস্তানের দাবি ভারতের বিরুদ্ধে পাক সেনা ব্যবহার করেছে চিনা জেট! এদিকে ‘বন্ধু’ বেজিং বলছে…)
( ‘জঙ্গিদের রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টি বোধহয় পাকিস্তানে প্রচলিত!’ মিশ্রির কটাক্ষবাণ ইসলামাবাদকে)
ভারতীয় বিমান চলাচলের খবর:-
এদিকে, ভারতের রাজধানী দিল্লির বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়ে দিয়েছে দিল্লি বিমানবন্দর। তবে যাত্রীদের জন্য ট্রাভেল অ্যাডভাইসারি জারি হয়েছে। দিল্লি বিমানবন্দর বলছে, ‘ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন’ সিকিউরিটির নির্দেশ অনুযায়ী কিছু বিমানের চলাচলের সময়ে প্রভাব পড়তে পারে। কিছু চেক পয়েন্টে চেকিং এ সময় লাগতে পারে। এদিকে, বারতের ৩২ টি বিমানবন্দর গত ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকছে। তারমধ্যে রয়েছে উধামপুর, আম্বালা, অমৃতসর, অবন্তিপুর, বাথিন্ডা, ভুজ, বিকানের, চণ্ডীগড়, হালওয়ারা, হিন্দন, জয়সালমের, জম্মু, জামনগর, যোধপুর, কান্দলা, কাংড়া (গাগ্গাল), কেশোদ, কিষাণগড়, কুল্লু মানালি (ভুন্টার), লেহ, লুধিয়ানা, পাটল, রাজকোট, পাটল, পাটল, নৌকোট। (হিরাসার), সারসাওয়া, সিমলা, শ্রীনগর, থোয়াইস এবং উত্তরলাই।