পঞ্জাবের ফিরোজপুরের বসতি এলাকায় একটি পাকিস্তানি ড্রোন আছড়ে পড়ল বলে জানানো হল সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদনে। ওই প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানি ড্রোন আছড়ে পড়ার ঘটনায় একটি পরিবারের সদস্যরা আহত হয়েছেন। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, ফিরোজপুরের স্পেশাল পুলিশ সুপার ভূপিন্দর সিং সিধু বলেছেন, 'তিনজনের আহত হওয়ার খবর পেয়েছি আমরা। তাঁরা অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁদের চিকিৎসা করা হচ্ছে। অধিকাংশ ড্রোনই প্রতিহত করেছে (ভারতীয়) সেনা।'
১ মহিলার অবস্থা আশঙ্কাজনক
স্থানীয় হাসপাতালের চিকিৎসক কমল বাগি জানিয়েছেন, ড্রোন ও বোমার কারণে তিনজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শরীরের অনেকাংশ আগুনে পুড়ে গিয়েছে। বাকি দু'জনের শারীরিক অবস্থা তুলনামূলকভাবে ভালো। হাসপাতালে আনার পরেই তাঁদের দ্রুত চিকিৎসা শুরু করা হয়েছে। যাঁরা আহত হয়েছেন, তাঁরা একই পরিবারের সদস্য বলে জানিয়েছেন চিকিৎসক।
উত্তেজনা আরও বাড়ল ভারত-পাকিস্তানের?
আর ফিরোজপুরে যে ঘটনা ঘটল, তা গত ৪৮ ঘণ্টায় পাকিস্তানের তৃতীয় ড্রোন হামলা। প্রথম দু'বার ভারতের কোনও হতাহত বা কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। কিন্তু তৃতীয়বার ফিরোজপুরে যা ঘটল, তাতে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
৪৮ ঘণ্টায় তৃতীয় ড্রোন হামলার চেষ্টা পাকিস্তানের
এমনিতেই বৃহস্পতিবারের মতোই শুক্রবার অন্ধকার নামতেই জম্মু ও কাশ্মীরের বিভিন্ন প্রান্তে যে ড্রোন দেখা গিয়েছে, সেই ছবিটা ২৪ ঘণ্টা আগেও দেখা গিয়েছিল। পহেলগাঁও হামলার পরে ভারত যে জঙ্গি শিবিরে আক্রমণ চালায়, তারপরই পাকিস্তানের মন কেঁদে ওঠে। বৃহস্পতিবার রাতে সীমান্ত লাগোয়া ভারতের বিভিন্ন জায়গায় পাকিস্তানি ড্রোন দেখা যায়। সেগুলিকে ধ্বংস করে দেয় ভারত। আর সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের একইভাবে পাকিস্তানি ড্রোন দেখা গিয়েছে জম্মু ও কাশ্মীর, পঞ্জাবের বিভিন্ন জায়গায়।
আরও পড়ুন: ছক ভাঙার সাহস ওঁর মধ্যে বরাবর দেখেছি’ সোফিয়া কুরেশিকে নিয়ে অভিজ্ঞতার কথা লিখলেন গবেষক সাবির আহমেদ
১) এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, পাঠানকোটে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। আকাশে দেখা গিয়েছে লাল দাগ। তা থেকে বোঝা যাচ্ছে যে পাকিস্তানি ড্রোনকে 'ইন্টারসেপ্ট' করে ধ্বংস করছে ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম।
২) এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, জম্মু ও কাশ্মীরের আখনুরেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেমের কাছে ধরা পড়ে গিয়েছে পাকিস্তানি ড্রোন।
আরও পড়ুন: সাইরেন, ব্ল্যাক আউটের সঙ্গে আগেও ঘর করেছে বাঙালি, একাত্তরের সরণীতে ফিরলেন সেদিনের তরুণী
৩) একইভাবে রাজৌরিতেও পাকিস্তানি ড্রোন দেখা গিয়েছে বলে এএনআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানি ড্রোনকে প্রতিহত করেছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম।