ভারত ও পাকিস্তানের মধ্য়ে অশান্তি ক্রমশ বাড়ছে। শুক্রবার সন্ধ্যাতেও নতুন করে অশান্তির চেষ্টার খবর মিলছে।এসবের মধ্য়েই উত্তেজনা ক্রমশ বাড়ছে। এসবের মধ্য়েই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শুক্রবার উচ্চ পর্যায়ের মিটিং ডাকেন।
বিভিন্ন পাবলিক ও প্রাইভেট সেক্টরের ব্যাঙ্ক ও বিমা কোম্পানির ডিরেক্টর ও সিইওদের নিয়ে বৈঠক করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। খবর এএনআই-এর প্রতিবেদন অনুসারে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রক, সিইআরটি-ইন, আরবিআই, আইআরডিএআই, এনপিসিআই এই মিটিংয়ে ছিল।
ব্যাঙ্কিং সেক্টরের নানা দিক নিয়ে পর্যালোচনা করা হয়েছে মিটিংয়ে। সাইবার সিকিউরিটি সংক্রান্ত প্রস্তুতি, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই সংক্রান্ত ব্যাপারে আলোচনা হয়েছে। অর্থমন্ত্রকের বিবৃতি উল্লেখ করে জানিয়েছে এএনআই।
বর্তমানে সীমান্তে যে অশান্তি চলছে তার পরিপ্রেক্ষিতে ব্যাঙ্কিং ক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সেব্যাপারে মিটিংয়ে জানিয়েছেন ব্যাঙ্ক কর্তারা।
ব্যাঙ্কের এমডি ও সিইওরা ব্যাঙ্কিং সংক্রান্ত সুরক্ষাকে আরও নিশ্চিত করার জন্য় সাইবার সিকিউরিটি ব্যবস্থাকে আরও শক্তপোক্ত করা হয়েছে। সাইবার হানা রুখতে অ্যান্টি DDoS ( Distributed Denial of Service) করা হয়েছে বলে ব্যাঙ্ক কর্তারা জানিয়েছেন মিটিংয়ে।
কোথাও সন্দেহজনক কিছু চেষ্টা হচ্ছে কি না সেটা নজর রাখা হচ্ছে। ইতিমধ্যেই মকড্রিলও করা হয়েছে। ব্যাঙ্কের সিকিউরিটি অপারেশনস সেন্টার ও নেটওয়ার্ক অপারেশনস সেন্টারকে আরও সক্রিয় ও সতর্ক করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতাবস্থা যাতে বজায় থাকে সেব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি নির্দেশ দিয়েছেন যাতে যেকোনও রকম পরিস্থিতিতে যেন কোথাও কোনও ক্রাইসিস এলে ব্যাঙ্কগুলি যেন পুরোমাত্রায় সতর্ক থাকে। সেই সংকট মোকাবিলায় ব্যাঙ্ক যাতে পুরোপুরি ব্যবস্থা নেয় সেব্যাপারে বলা হয়েছে। বিশেষত সীমান্ত এলাকায় ব্যাঙ্কের কাজকর্ম যাতে যথাযথ চলে সেটাও নিশ্চিত করার ব্যাপারে বলা হয়েছে।
সেই সঙ্গেই তিনি জানিয়েছেন ব্যাঙ্কে গিয়ে যে কাজকর্ম ও অনলাইন ব্যাঙ্কিংয়ের বিষয়টিতে যাতে বিঘ্ন না ঘটে সেকারণে বলা হয়েছে। এমার্জেন্সি প্রটোকল মেনে চলার ব্যাপারে নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী।
সেই সঙ্গে বর্ডার এলাকায় যে ব্যাঙ্ক রয়েছে সেখানকার ব্যাঙ্ক কর্মচারী ও তাদের পরিবারের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
নিরাপত্তা এজেন্সির সঙ্গে সমণ্বয় রেখে কাজ করার জন্য় নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সাইবার সিকিউরিটি সংক্রান্ত বিষয়গুলি নিয়মিত পর্যালোচনা করার জন্য নির্দেশ দিয়েছেন নির্মলা সীতারামন। সদর দফতরে দুজন আধিকারিককে বর্তমান পরিস্থিতিতে বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে।