আগামী ৫ অক্টোব🍃র হরিয়ানার বিধানসভা নির্বাচন। তার আগে প্রথমবার হরিয়ানায় নির্বাচনী জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার হরিয়ানায় নির্বাচনী সভা থেকে তৃতীয়বারের জন্য বিজেপিকে হরিয়ানায় নির্বাচিত করার জন্য আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। মূলত কেন্দ্রে কৃষক এবং যুবকদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা♋ তুলে ধরে এদিন হরিয়ানায় তৃতীয়বারের জন্য বিজেপি সরকার গঠনের আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: হরিয়ানায় প্রার্থী তালিকায় চমক! জেস🔜িকা খুনে দোষী মনু শর্মার মাকে টিকিট দিল BJP
প্রধানমন্ত্রী নরেন্ꦅদ্র মোদী শনিবার হরিয়ানার &n📖bsp;কুরুক্ষেত্রে একটি নির্বাচনী জনসভায় বক্তৃতা দিতে গিয়ে মোদী বলেন, ‘আমি আপনাদের সকলকে হরিয়ানায় আবারও সরকার গঠনে বিজেপিকে সাহায্য করার আহ্বান জানাচ্ছি। আপনারা যেমন আমাকে দিল্লিতে টানা তৃতীয়বারের জন্য নির্বাচিত করেছেন তেমনি হরিয়ানাতেও করুন।’ একইসঙ্গে নরেন্দ্র মোদি বলেন, ‘এখানকার উত্তেজনা এবং উদ্দীপনা দেখে এটা স্পষ্ট যে হরিয়ানায় বিজেপি হ্যাটট্রিক করবে।’
কৃষক, দরিদ্র, যুবক এবং মহিলাদের উন্নয়নের লক্ষ্যে সাম্প্রতিক কেন্দ্রের বিভিন্ন উদ্যোগের দিকে ইঙ্গিত করে মোদী বিজেপি শাসনের খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন, ‘লোকসভা নির্বাচনের প্রচারের সময়, আমি বিজেপি সরকারের প্রথম ১০০ দিনের মধ্যে সমাজের এই অংশগুলির জন্য বড় সিদ্ধান্ত নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। এখনও ১০০ দিনও হয়নি, কিন্তু আমাদের সরকার ইতিমধ্যেই ১৫ লাখ কোটি টাকার প্রকল্প শুরু করেছে। গরিব পরিবারের জন্য তিন কোটি পাকা ঘর অনুমোদন করা হয়েছে।’ এপ্রসঙ্গে🐼ই কংগ্রেসকে কটাক্ষ করেন মোদী। তিনি প্রতিবেশী রাজ্য হিমাচল প্রদেশের সঙ্গে বিজেপির কাজের তুলনা করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘কংগ্রেস সমাজের প্রতিটি স্টোরের মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল। একটিও পূরণ করেনি। এখন সরকারি কর্মচারীরা বেতন পাওয়ার জন্য ধর্মঘটে যেতে বাধ্য হচ্ছেন।’ উল্লেখ্য, হরিয়ানা নির্বাচনের জন্য এটাই ছিল প্রধানমন্ত্রীর প্রথম জনসভা।