২০১৮ সালে অস্ট্রেলিয়ার উত্তর কুইন্সল্যান্ডে এক যুবতীকে হত্যার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম রাজবিন্দর সিং। শুক্রবার দিল্লি পুলিশের বিশেষ সেল তাকে 𝔍গ্রেফতার করেছে। অস্ট্রেলিয়ার নাগরিক ওই যুবতীকে খুনের পর থেকে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল অভিযুক্ত। তার বিরুদ্ধে রেড কর্নার নোটিশও জারি করেছিল ইন্টারপোল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত রাজবিন্দর সিং প🀅ঞ্জাবের বাটার কালান গ্রামের বাসিন্দা। গ্রেফতারের পর অভিযুক্তকে দিল্লির একটি আদালতে হাজির করা হলে ৩০ নভেম্বর পর্যন্ত তাকে বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। জানা গিয়েছে, অস্ট্রেলিয়ার পুলিশ রাজবিন্দর সিংকে গ্রেফতারের জন্য প্রায় ৫ কোটি টাকা পুরষ্কার ঘোষণা করেছিল। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃত ওই যুবতীকে খুনের কথা স্বীকার করছে। খুনের কারণ হিসেবে সে জানিয়েছে, অস্ট্রেলিয়ার নাগরিক ওই যুবতী তোয়াহ কর্ডিংলিয়ের কুকুর তাকে দেখে ঘেউ ঘেউ করেছিল। সেই তার সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয়েছিল রাজবন্দিরের। তার জেরেই সে তাকে 🦋খুন করেছিল।
উল্লেখ্য, পেশায় নার্স তোয𝓰়াহকে ২০১৮ সালের ২৩ অক্টোবর খুন করা হয়। খুনের পর কুইন্সল্যান্ডের ওয়াঙ্গেটি সমুদ্র সৈকতে বালিতে পুঁতে রাখা হয়েছিল। এরপর অস্ট্রেলিয়া থেকে পালিয়ে যায় অভিযুক্ত।কুইন্সল্যান্ড পুলিশ তার সম্পর্কে যেকোনও তথ্যের জন্য ৫ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল। তদন্তকারীরা জানিয়েছেন, গ্রেফতার এড়াতে নিজের লুক বেশ কয়েকবার পরিবর্তন ক🥀রেছিল অভিযুক্ত। অবশেষে তাকে উত্তর দিল্লির জিটি কারনাল রোড থেকে গ্রেফতার করা হয়। কুইন্সল্যান্ডের পুলিশ কমিশনার ক্যাটারিনা ক্যারল দিল্লি পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।